UsharAlo logo
মঙ্গলবার, ৮ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৪শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

‘পরীমনির ক্ষেত্রে রিমান্ডের অপব্যবহার হয়েছে’

ঊষার আলো
সেপ্টেম্বর ১, ২০২১ ২:০১ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো ডেস্ক : ঢাকাই চলচ্চিত্রের আলোচিত চিত্রনায়িকা পরীমনির ক্ষেত্রে রিমান্ডের অপব্যবহার হয়েছে বলে মন্তব্য করেছেন হাইকোর্ট। আদালত বলছে, পরীমনির মামলায় ৩য় দফা রিমান্ডের প্রয়োজন ছিল না। মামলার তদন্ত কর্মকর্তা আবেদন করলেন আর বিচারক তা রিমান্ড মঞ্জুর করলেন, এটা তো সভ্য সমাজে হতে পারে না।

বুধবার (১ সেপ্টেম্বর) বিচারপতি মোস্তফা জামান ইসলাম ইসলাম এবং বিচারপতি কে এম জাহিদ সারওয়ার কাজলের হাইকোর্ট বেঞ্চ পরীমনির জামিন আবেদন নিয়ে নিম্ম আদালতের আদেশ বাতিল সংক্রান্ত রুল শুনানিতে এ মন্তব্য করেন।

শুনানিতে রাষ্ট্রপক্ষের আইনজীবীরা জানান, ‘পরীমনির তো জামিন হয়েছে, তাই রুল এখন অকার্যকর হয়ে গেছে।’

তখন আদালত বলেন, ‘জামিন হওয়ায় রুলের একটি অংশ নিষ্পত্তি হয়ে গেছে। তবে আরেকটি অংশ রয়েছে। পরীমনিকে বার বার রিমান্ডের বৈধতা নিয়ে আরেকটি আবেদন রয়েছে। সে বিষয়ে আমরা আদেশ দেবো। রিমান্ডের বিষয়ে গাইড লাইন আছে। কিন্তু তারা তা অনুসরণ করেনি। এ বিষয়ে আমরা একটি নির্দেশনা দিতে পারি।’

আদালত বলেন, ‘কিসের ভিত্তিতে রিমান্ড দিল, সংশ্লিষ্ট কোর্টের রেকর্ড কল করতে পারি, ব্যাখ্যা চাইতে পারি।’

ফৌজদারি কার্যবিধির ৪৯৮ ধারার (জামিন শুনানি সংক্রান্ত) আবেদনগুলো কত দিনের মধ্যে শুনবেন সেই বিষয়ে একটি গাইডলাইন দেওয়া হবে বলে মন্তব্য করেন আদালত।

আদালতে রাষ্ট্রপক্ষে শুনানি করেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল আবু ইয়াহিয়া দুলাল ও সহকারী অ্যাটর্নি জেনারেল মো. মিজানুর রহমান। পরীমনির পক্ষে ছিলেন অ্যাডভোকেট মজিবুর রহমান। রিমান্ডের বৈধতা নিয়ে আবেদনের পক্ষে ছিলেন, অ্যাডভোকেট জেড আই খান পান্না এবং সৈয়দা নাসরিন।

(ঊষার আলো-আরএম)