UsharAlo logo
মঙ্গলবার, ৮ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৪শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

ফরটিক্স হাসপাতালে বিস্ফোরণে আহত দু’জন এখন চিকিৎসাধীন

koushikkln
ফেব্রুয়ারি ২৭, ২০২২ ১০:১০ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো প্রতিবেদক : খুলনা নগরীর মনিপাল এএফসি ফরটিক্স হাসপাতালে এসি বিস্ফোরণে দুজন মিস্ত্রি গুরুতর আহত হয়েছেন। গত শনিবার (২৬ ফেব্রুয়ারি) রাত সাড়ে ১১টার দিকে হাসপাতালের সপ্তম তলায় এ ঘটনা ঘটে। আহতরা হলেন- রাজু (৩৪) ও রনি (৩২)। আশঙ্কাজনক অবস্থায় তাদের গাজী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

প্রত্যক্ষদর্শী ও ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, গত শনিবার রাত সাড়ে ১১টার দিকে হাসপাতালের সপ্তম তলায় এসির সার্ভিসিংয়ের কাজ চলছিল। এ সময় হঠাৎ বিকট শব্দে এসি বিস্ফোরিত হলে রাজু ও রনি নামের দুই মিস্ত্রি গুরুতর আহত হন। আশঙ্কাজনক অবস্থায় তাদের দ্রুত পার্শ্ববর্তী গাজী মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে ভর্তি করা হয়েছে। ফায়ার সার্ভিস বয়রা শাখার সিনিয়র স্টেশন কর্মকর্তা এসএম সায়েদুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

তবে হাসপাতালের স্টাফ নাদিয়া জানান, আহতরা এখনও চিকিৎসাধীন। তাদের হাসপাতালের পরিবেশ এখনও স্বাভাবিক হয়নি।

সোনাডাঙ্গা থানার ওসি মমতাজুল হক বলেন, এটি একটি দুর্ঘটনা। তাছাড়া এ ঘটনায় কেউ মামলা করতে আসেনি।