ঊষার আলো ডেস্ক : হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালী জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষ্যে ১০ জানুয়ারি খুলনা সাংবাদিক ইউনিয়ন (কেইউজে) নানা কর্মসূচী পালন করে। কর্মসূচীর মধ্যে রয়েছে প্রেসক্লাব চত্বরে অবস্থিত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুুজিবুর রহমানের ভাস্কর্যে পুষ্পমাল্য অর্পণ ও আলোচনা সভা।
সোমবার সকাল ১১টায় খুলনা প্রেসক্লাবে সংগঠনের কার্যালয়ে আলোচনা সভায় সভাপতিত্ব করেন খুলনা সাংবাদিক ইউনিয়নের (কেইউজে) সহ সভাপতি মহেন্দ্র নাথ সেন। সভা পরিচালনা করেন খুলনা সাংবাদিক ইউনিয়নের (কেইউজে) সাধারণ সম্পাদক মো: সাঈয়েদুজ্জামান স¤্রাট।
বক্তৃতা করেন বিএফইউজে- বাংলাদেশ ফোডারেল সাংবাদিক ইউনিয়নের যুগ্ম মহাসচিব মোঃ হেদায়েৎ হোসেন মোল্লা, খুলনা সাংবাদিক ইউনিয়নের (কেইউজে) সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেন মিন্টু ও শেখ আবু হাসান, সাবেক সাধারণ সম্পাদক মোঃ সাহেব আলী ও মোঃ শাহ আলম, বিএফইউজে- বাংলাদেশ ফোডারেল সাংবাদিক ইউনিয়নের সাবেক নির্বাহী সদস্য আসাদুজ্জামান রিয়াজ, কেইউজের কোষাধ্যক্ষ অভিজিৎ পাল, প্রচার প্রকাশনা সম্পাদক নূর হাসান জনি, নির্বাহী সদস্য বিমল সাহা, সদস্য বাবুল আক্তার, তানজির হোসেন প্রমুখ।
এর আগে পৌনে ১১টায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুুজিবুর রহমানের ভাস্কর্যে শ্রদ্ধা নিবেদনকালে উপস্থিত ছিলেন কেইউজে সহ সভাপতি মহেন্দ্র নাথ সেন, সাধারণ সম্পাদক মো: সাঈয়েদুজ্জামান স¤্রাট, বিএফইউজে- বাংলাদেশ ফোডারেল সাংবাদিক ইউনিয়নের যুগ্ম মহাসচিব মোঃ হেদায়েৎ হোসেন মোল্লা, খুলনা সাংবাদিক ইউনিয়নের (কেইউজে) সাবেক সভাপতি শেখ আবু হাসান, সাবেক সাধারণ সম্পাদক মোঃ সাহেব আলী ও মোঃ শাহ আলম, প্রচার প্রকাশনা সম্পাদক নূর হাসান জনি, সদস্য এস এম কামাল হোসেন, তৌহিদুল ইসলাম তুহিন, বাবুল আক্তার, তানজির হোসেন প্রমুখ।