UsharAlo logo
মঙ্গলবার, ১৫ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ৩১শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

বটিয়াঘাটায় মৎস্য ঘেরে জোরপূর্বক  মাছ ধরাকে কেন্দ্র করে সংঘর্ষে আহত ২

বটিয়াঘাটা প্রতিনিধি
জুলাই ১৪, ২০২৫ ১০:১৯ অপরাহ্ণ
Link Copied!

সোমবার বেলা ২টার দিকে বটিয়াঘাটা উপজেলার খারাবাদ গ্রামের হুমায়ুনের মৎস্য ঘেরে একই এলাকার শফিক ফরাজি আওয়ামী লীগ নেতা হেমা, সোহোরাব ফরাজি ও রেজাউল মাছ মারতে থাকে, খবর পেয়ে হুমায়ুন ও তার বিয়াই তৈয়ব সেখ দ্রুত ঘেরে গিয়ে তাদেরকে মাছ মারতে বাধা প্রদান করলে বাকবিতন্ডের এক পর্যায়ে তারা হুমায়ুন ও তার বিয়াই তৈয়ব সেখের ওপর এলোপাতাড়ি মারধর শুরু করে। এক পর্যায়ে হুমায়ুনের অবস্থা আশংকাজনক হওয়ায় তৈয়ব সেখের ডাক চিৎকারে এলাকাবাসী ছুটে গিয়ে তাদের উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। এ ব্যপারে থানায় মামলার প্রস্তুতি চলছে। আহত হুমায়ুনের কাছে জানতে চাইলে তিনি বলেন, অভিযুক্তরা পূর্ব পরিকল্পিত ভাবে চাইনিজ কুড়াল, রামদা, শাবল নিয়ে আমাদের আক্রমণ করে।
এ  ব্যপারে বটিয়াঘাটা থানার অফিসার ইনচার্জ মোস্তফা খায়রুল বাসার বলেন, আমি ছুটিতে আছি বিষয়টি যতদূর যেনেছি রেল লাইনের পাশে সরকারি জমিতে দখল নেয়াকে কেন্দ্র করে দুইজন আহত হয়েছে। অভিযোগ পেলে তদন্তপূর্বক ব্যবস্থ নেওয়া হবে।
ঊআ-বিএস