UsharAlo logo
মঙ্গলবার, ৮ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৪শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

বরিশাল সমিতির উদ্যোগে হজ্বযাত্রীদের বিদায় সংবর্ধনা

koushikkln
জুন ১০, ২০২২ ১১:২৩ অপরাহ্ণ
Link Copied!

ঊষারআলো রিপোর্ট: ঐতিহ্যবাহী বরিশাল বিভাগীয় কল্যাণ সমিতি, খুলনা’র উদ্যোগে সমিতির সদস্য এ বছর যাঁরা পবিত্র হজ্বব্রত পালন করতে যাচ্ছেন তাঁদের বিদায় সংবর্ধনা, সহি সালামতি কামনাসহ সমিতির প্রয়াত সদস্যদের বিদেহী আত্মার মাগফেরাত কামনায় এক বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। শুক্রবার (১০ জুন) সন্ধ্যা সাড়ে ৭টায় নগরীর পাওয়ার হাউজ মোড়স্থ কাইফেং চাইনিজ রেঁস্তোরার মিলনায়তনে সমিতির সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব এ্যাড. আব্দুল মালেকের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ইসলামিক ফাউন্ডেশন, খুলনা বিভাগীয় পরিচালক আলহাজ্ব এ কে এম ফজলুর রহমান। সমিতির সাধারণ সম্পাদক আলহাজ্ব রোটারিয়ান ইঞ্জিনিয়ার রুহুল আমিন হাওলাদারের সঞ্চালনায় স্বাগত বক্তৃতা করেন অনুষ্ঠানের আহবায়ক আলহাজ্ব আব্দুল জলিল খান কালাম এবং ধন্যবাদ জ্ঞাপন করেন সদস্য সচিব মোঃ হুমায়ুন কবির বালি।
পবিত্র কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে শুরু হওয়া করোনাকালীন দীর্ঘ দুই বছর পরে এ তাৎপর্যপূর্ণ অনুষ্ঠানে আবেগপ্রবণ বক্তব্য রাখেন সমিতির নেতা কাজী নুরুল ইসলাম, আলহাজ্ব এ্যাড. নজরুল ইসলাম হাওলাদার, বীর মুক্তিযোদ্ধা কাজী মতিয়ার রহমান, আব্দুর রাজ্জাক, আলহাজ্ব মোঃ মোস্তফা, আলহাজ্ব ইঞ্জিঃ আবুল কালাম, আলহাজ্ব মোঃ এনামুল কবির, এ্যাড. মুফতি শহিদুল ইসলাম, মোঃ হুমায়ুন কবির খান, শিক্ষক আবুল কালাম, ডাঃ এন এম বাবুল, আব্দুস সালাম মোল্লা, মোঃ আলতাফ হোসেন, লিটন হাওলাদার, সরোয়ার হোসেন, মোঃ দেলোয়ার হোসেন, মামুন রেজা হাওলাদার, তানজীদ হাসান খান রাদী প্রমুখ।
অনুষ্ঠানে হজ্বযাত্রীদের মধ্য থেকে বক্তৃতা করেন ইঞ্জিনিয়ার কাজী এনায়েত হোসেন ও কাজী সালমা এবং দোয়া পরিচালনা করেন সমিতির ধর্ম বিয়ষক সম্পাদক আলহাজ্ব মুজিবর রহমান খন্দকার। অনুষ্ঠানে সমিতির পক্ষ থেকে হজ্বযাত্রীদের প্রয়োজনী কিছু উপঢৌকন প্রদান করা হয়।