সিদ্ধিরগঞ্জ থানা বিএনপি ও অঙ্গ সংগঠনের উদ্যোগে স্বৈরাচারী শেখ হাসিনার পতনের এক বছর পূর্তি উপলক্ষ্যে আয়োজিত বিজয় র্যালিতে অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৫ আগস্ট) বিকালে সিদ্ধিরগঞ্জ থানা বিএনপি ও অঙ্গ সংগঠনের উদ্যোগে এই বিজয় র্যালি অনুষ্ঠিত হয়। প্রধান অতিথির বক্তব্য রাখেন নারায়ণগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক মামুন মাহমুদ।
তিনি বলেন, আমরা এই বিজয় র্যালি থেকে বলে দিতে চাই কোনো ষড়যন্ত্র বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নেতাকর্মীরা মাথায় রাখে না। জাতীয়তাবাদী দলের নেতাকর্মীরা তারেক রহমানের নেতৃত্বে, খালেদা জিয়ার নেতৃত্বে বার বার গণতন্ত্র ফিরিয়ে এনেছে। আগামী দিনেও ভোটের অধিকার আদায়ের মাধ্যমে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করবে এবং বাংলাদেশ থেকে চিরতরে ফ্যাসীবাদকে বিতাড়িত করবে।
মামুন মাহমুদ বলেন, গণতন্ত্র প্রতিষ্ঠার দাবিতে যেভাবে বিএনপির নেতাকর্মীরা আত্মত্যাগ করেছে তেমনি করে জনগণ বিএনপির পাশে দাড়িয়ে সেই আত্মত্যাগকে আজ স্মরণ করছে। আজকের এই বিজয় র্যালি এটাই প্রমাণ করে জনমানুষ যখন ঐক্যবদ্ধ হয় ফ্যাসিবাদ আর ফিরে আসতে পারে না। বাংলাদেশে আর কোনো ফ্যাসীবাদের জায়গা হবে না। গণতন্ত্র প্রতিষ্ঠার সংগ্রামে আজকেও আমাদেরকে লড়াই করতে হচ্ছে, আজকেও সংগ্রাম কতে হচ্ছে।
এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মাসুকুল ইসলাম রাজীব, নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাবেক দপ্তর সম্পাদক মো. নজরুল ইসলাম বাবুল, সিদ্ধিরগঞ্জ থানা ছাত্রদলের সাবেক সভাপতি দেলোয়ার হোসেন খোকন, বিএনপির সদস্য রিয়াজুল ইসলাম রিয়াজ, অকিল উদ্দিন ভুঁইয়া, সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সিনিয়র সহ-সভাপতি আব্দুল্লাহ আল মামুন, সদস্য ইমাম হোসেন বাদলসহ বিএনপি ও সহযোগী অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।
ঊষার আলো-এসএ