চলন্ত ট্রেনে কাটা পড়ে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) গবেষণা কাজে ব্যবহুত ২২টি উন্নত জাতের ভেড়া মারা গেছে। শুক্রবার বিশ্ববিদ্যালয়ের ভেটেরিনারি হাসপাতাল সংলগ্ন রেললাইন এলাকায় দুর্ঘটনাটি ঘটে।
বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, ভেড়াগুলো গবেষণা ও প্রজনন কাজের জন্য ব্যবহার করা হচ্ছিল। এগুলোর তত্ত্বাবধানে ছিলেন বাকৃবির সার্জারি ও অবস্টেট্রিক্স বিভাগের অধ্যাপক ড. ফরিদা ইয়াসমীন বারি। প্রতিটি ভেড়ার বর্তমান বাজারমূল্য ছিল ৩০ থেকে ৬০ হাজার টাকা।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের ভেটেরিনারি অনুষদের ডিন অধ্যাপক ড. বাহানুর রহমান জানান, ভেড়াগুলোকে ঘাস খাওয়ানোর জন্য রাখাল দুপুরের দিকে রেললাইন-সংলগ্ন এলাকায় নিয়ে যান। এ সময় ট্রেনের শব্দ শুনে অসাবধানতাবশত ভেড়াগুলো রেললাইনের উপর উঠে গেলে চলন্ত ট্রেনের নিচে কাটা পড়ে। ঘটনাস্থলেই ভেড়াগুলো মাথা ও শরীরে গুরুতর আঘাত পেয়ে মারা যায়।
ঊষার আলো-এসএ