আরিফুর রহমান, বাগেরহাট: বাংলাদেশের কমিউনিস্ট পার্টির কেন্দ্রিয় কমিটির সম্পাদক সরদার রুহিন হোসেন প্রিন্স বলেছেন সমাজতন্ত্রের পতাকাতলে ঐক্যবদ্ধ আন্দোলন ছাড়া রাস্ট্র ও সরকারের দূঃশাসন থেকে মানব মুক্তি হবে না। যার অনেক উদাহরন বিগত দিনের অসংখ্য আন্দোলন সংগ্রামের ইতিহাস। ইতিহাস কোনদিন মিথ্যা হয় না।
রবিবার দুপুরে শহরের স্থানীয় পুরাতন শিল্পকলা একাডেমিতে সিপিবির বাগেরহাট জেলার দশম জেলা সম্মেলন উদ্ভোধন কালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
তিনি আরো বলেন, দেশে বর্তমানে অনিয়ম-দুর্নীতি দৃশ্যমান, দলীয় প্রতিকে স্থানীয় সরকার নির্বাচন দিয়ে গনতন্ত্রকে হত্যা করা হয়েছে। সাধারন মানুষের ভোটের অধিকার ভাতে অধিকার কেড়ে নেয়া হয়েছে। সরকার কর্মী বান্ধব না হয়ে ক্ষমতায় টিকে থাকতে আমলা বান্ধব হয়েছে। ফলে দলীয় কর্মীরা পড়েছে চরম বিপাকে। স্বাধীনতা যুদ্ধে আত্মত্যাগ ও মা বোনের সম্ভ্রমের বিনিময়ে অর্জিত এ বাংলাদেশ এভাবে চলতে পারে না।
সিপিবির জেলা সভাপতি অ্যাডঃ তুষার কান্তি বসুর সভাপতিত্বে সম্মেলন সভায় অতিথি হিসাবে বক্তব্য রাখেন কেন্দ্রিয় সদস্য ডাঃ মনোজ দাস, এসএ রশিদ কেন্দ্রীয় কন্ট্রোল কমিশনের সদস্য কাজী সোহরাব হোসেন, মৃন্ময় মন্ডল, সম্পাদক মন্ডলীর জেলা সদস্য মোঃ নুর আলম প্রমুখ। দুঃ শাসন হটাও, ব্যবস্থা বদলাও বিকল্প গড়ো প্রান-প্রকৃতি রক্ষা ও গন মানুষের মুক্তির লক্ষ্য উচ্চারন করে সম্মেলন সভা সঞ্চালনা করেন সিপিবির জেলা সসম্পাদক ফররুখ হাসান জুয়েল। সম্মেলনের দ্বিতীয়ার্ধে জেলা কমিটি গঠনরে কাজ এ রিপোর্ট লেখা পর্যন্ত চলোমান ছিল বলে জেলা সম্পাদক জানান।