UsharAlo logo
মঙ্গলবার, ৮ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৪শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

বানারীপাড়ায় তথ্য অফিসের উদ্যোগে মহিলা সমাবেশ 

koushikkln
মার্চ ৯, ২০২২ ৭:১৩ অপরাহ্ণ
Link Copied!

বানারীপাড়া(বরিশাল)প্রতিনিধি: বরিশালের বানারীপাড়ায় জেলা তথ্য অফিসের উদ্যোগে মহিলা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ৯ মার্চ বুধবার সকাল ১০টায় জাতীয় শ্রেষ্ঠ পুরস্কার প্রাপ্ত বানারীপাড়া বন্দর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় মিলনায়তনে উপজেলা শিক্ষা অফিসার মো.রফিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সমাবেশে প্রধান অতিথি ছিলেন জেলা তথ্য অফিসের পরিচালক জাকির হোসেন।

সহকারী তথ্য অফিসার লেলিন বালার প্রাণবন্ত সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন বানারীপাড়া পৌরসভার প্যানেল মেয়র অধ্যাপক এমাম হোসেন,বানারীপাড়া প্রেসক্লাব ও বন্দর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি রাহাদ সুমন,প্রধান শিক্ষক চন্দ্র মেখর দাস,উপজেলা প্র্থামিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক জাহিদ হোসেন,উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক সুমন দেবনাথ প্রমুখ। এসময় সরকারের অভূতপূর্ব উন্নয়ন কর্মকান্ড নিয়ে প্রামান্যচিত্র প্রদর্শণ করা হয়।