UsharAlo logo
শনিবার, ৯ই আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৫শে শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ

বিতর্কিত ৬ নেতাকে অব্যাহতি দিল ছাত্রদল

ঊষার আলো রিপোর্ট
আগস্ট ৯, ২০২৫ ১:৫৮ পূর্বাহ্ণ
Link Copied!

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ১৮টি হলে শুক্রবার কমিটি ঘোষণা করে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। নতুন কমিটিতে বিতর্কিত নেতাদের পদায়ন করার অভিযোগ ওঠে। তারই প্রেক্ষিতে তদন্তে ৬ জনের বিরুদ্ধে তথ্য গোপনের প্রমাণ পায় ছাত্রদল।

সংগঠনটির সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছিরের অনুমোদনে ওই কমিটির বিতর্কিত নেতাদের অব্যাহতি দেওয়া হয়। শনিবার রাতে এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে ছাত্রদল।

বিবৃতিতে জানানো হয়, ঢাবিতে কমিটি ঘোষণার পর ড. মুহাম্মদ শহীদুল্লাহ হল কমিটির আহবায়ক মোসাদ্দেক আল হক শান্ত ও সিনিয়র যুগ্ম আহবায়ক রাকিবুল হাসান সৌরভ, শামসুন নাহার হল কমিটির সিনিয়র যুগ্ম আহবায়ক নিতু রানী সাহা, মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হল কমিটির যুগ্ম আহবায়ক রাজু শেখ এবং হাজী মুহম্মদ মুহসীন হল কমিটির সদস্য আহমেদ জাবির মাহাম ও এন এস সায়মনের বিরুদ্ধে তথ্য গোপনের অভিযোগ প্রমাণিত হয়। তাদেরকে সাংগঠনিক পদ থেকে অব্যাহতি প্রদান করা হলো।

এরআগে, শুক্রবার ঢাবির ১৮টি হল শাখার আহ্বায়ক কমিটি এক বছরের জন্য অনুমোদন করেন ঢাবি ছাত্রদলের সভাপতি গণেশ চন্দ্র রায় সাহস এবং সাধারণ সম্পাদক নাহিদুজ্জামান শিপন। এরপরই নতুন কমিটিতে বিতর্কিতদের পদায়ন করার অভিযোগ ওঠে।

বিষয়টি খতিয়ে দেখতে ঢাবি শাখার সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক মো. নাছির উদ্দিন শাওন এবং সাংগঠনিক সম্পাদক মো. নূর আলম ভূঁইয়া ইমনকে কমিটির সদস্য করে তদন্ত কমিটি গঠন করেছে শাখা ছাত্রদল। তাদের আগামী ৩ কার্যদিবসের মধ্যে লিখিত তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

ঊষার আলো-এসএ