UsharAlo logo
শনিবার, ৫ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ২১শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাতক্ষীরা সদস্য সচিবের পদত্যাগ

ঊষার আলো রিপোর্ট
জুলাই ১, ২০২৫ ১:২৫ অপরাহ্ণ
Link Copied!

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সাতক্ষীরার সদস্য সচিব সুহাইল মাহদীন ওরফে সাদী পদত্যাগ করেছেন। মঙ্গলবার (১ জুলাই) সকালে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকের নিজের অ্যাকাউন্ট থেকে পদত্যাগের ঘোষণা দিয়ে তিনি একটি স্ট্যাটাস দিয়েছেন।

দীর্ঘ স্ট্যাটাসে সুহাইল লেখেন, ‘আজ ১ জুলাই, ২০২৫—বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের এক বছর পূর্তি। ২০২৪ সালের এ দিনে কোটা প্রথার বিরুদ্ধে প্রজ্বলিত আগুনকে সামনে রেখে ব্যানারের যাত্রা শুরু হয়। সেই আন্দোলন এখন হয়ে উঠেছে একটি চেতনা—‘জুলাই বিপ্লব’।’

তিনি আরও লেখেন, ‘সংগঠনের প্রতি দায়বদ্ধতা ও নিজের সীমাবদ্ধতা বিবেচনায় নিয়েই পদ ছাড়ছি। এ সিদ্ধান্ত কোনো ক্ষোভ বা বিরোধ থেকে নয়, বরং সংগঠনের প্রতি দায়িত্ববোধ থেকেই পদত্যাগ করছি। আমি বিশ্বাস করি, নেতৃত্ব মানেই কেবল পদে থাকা নয়—বরং ত্যাগ, বিশ্বাস ও চেতনার নামই প্রকৃত নেতৃত্ব।’

পদ ছেড়েছি কিন্তু প্রেম নয় জানিয়ে তিনি লেখেন, ‘এ মাটি, স্বপ্ন, বিপ্লব—সবসময় বুকের ভেতর গেঁথে থাকবে।’

তিনি আশ্বাস দিয়ে বলেন, আন্দোলনের চেতনাকে ধারণ করেই আগামীতেও বৈষম্যবিরোধী কর্মকাণ্ডে সক্রিয় থাকবেন।

সুহাইল তার স্ট্যাটাসে বলেন, ‘আমি চাই, জুলাইয়ের চেতনা ছড়িয়ে পড়ুক সাতক্ষীরার প্রতিটি প্রান্তে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন শুধু একটি সংগঠন নয়—এটি একটি আদর্শ, একটি দীপ্ত প্রতিজ্ঞা। সেই চেতনাকে বাঁচিয়ে রাখাই এখন আমার মূল লক্ষ্য।’

ঊষার আলো-এসএ