UsharAlo logo
বুধবার, ৬ই আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ | ২২শে শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ

ব্যর্থতা ঢাকতে রিটায়ার্ড আউট, বিরল কীর্তিতে নাম চেজের

ক্রীড়া ডেস্ক
আগস্ট ৪, ২০২৫ ৬:২৫ অপরাহ্ণ
Link Copied!

রিটায়ার্ড আউট। ক্রিকেটে এই শব্দযুগল ইদানিং একটু বেশিই শোনা যাচ্ছে। এর ‘কৃতিত্ব’ ক্যারিবিয়ান ক্রিকেটার রস্টন চেজের। গেল জানুয়ারিতে ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট ইন্টারন্যাশনাল লিগ (আইএল) টোয়েন্টিতে রিটায়ার্ড আউট হয়েছিলেন। এবার আন্তর্জাতিক ম্যাচেই একই কাজ করলেন তিনি।

ওয়েস্ট ইন্ডিজ-পাকিস্তান সিরিজের তৃতীয় ও শেষ টি-টোয়েন্টিতে রিটায়ার্ড আউট হন তিনি। হারিস রউফের স্টাম্পে রাখা বল লং অনে খেলে এক রান নেন রোস্টন চেজ। রান শেষ করেই চলে যান মাঠের বাইরে।

আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে রিটায়ার্ড আউটের ঘটনা এর আগেও ১১ বার দেখা গেছে। তবে তার সবগুলোই ছিল সহযোগী সদস্য দেশগুলোর। এই প্রথম আইসিসির কোনো পূর্ণ সদস্য দেশের ক্রিকেটার রিটায়ার্ড আউট হলেন।

চেজ মূলত দ্রুত রান তুলতে না পারাতেই স্বেচ্ছায় আউট হয়েছেন। পাকিস্তানের ১৮৯ রান তাড়ায় ১৩ ওভার শেষে ওয়েস্ট ইন্ডিজের রান ছিল ৩ উইকেটে ১১০। ৪২ বলে ৮০ রান দরকারএমন সমীকরণে চেষ্টা করেও বড় শট খেলতে পারছিলেন না এই বাঁহাতি। যে কারণে ১৭তম ওভারের পর ১২ বলে ১৫ রান নিয়ে মাঠই ছেড়ে যান।

ইএসপিএনক্রিকইনফো বলছে, চেজ টেস্ট খেলা প্রথম ক্রিকেটার, যিনি দুটি টি-টোয়েন্টি ম্যাচে রিটায়ার্ড আউট হয়েছেন। দুবার করে রিটায়ার্ড আউট হওয়া অন্য ব্যাটসম্যানরা হচ্ছেন ইংল্যান্ডের জো ক্লার্ক (আবুধাবি নাইট রাইডার্স ও মেলবোর্ন রেনেগেডস) ও হেভিট জ্যাকসন (ফ্রান্স জাতীয় দল)।

ঊষার আলো-এসএ