UsharAlo logo
মঙ্গলবার, ৮ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৪শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

মশিয়ালীতে জিহাদ হত্যা মামলার আসামি আজাদ আটক

koushikkln
ফেব্রুয়ারি ১৯, ২০২২ ১০:০১ অপরাহ্ণ
Link Copied!

ফুলবাড়ীগেট(খুলনা) সংবাদদাতা : খুলনার খানজাহান আলী থানার মশিয়ালী গ্রামের জিহাদ হত্যা মামলার ২ নং আসামি আজাদ শেখ (৩০)কে আটক করেছে পিবিআই। তথ্য প্রযুক্তির মাধ্যমে নগরীর খানজাহান আলী থানা এলাকার মশিয়ালী সি,এন্ড বি এলাকা থেকে ১৯ ফেব্রুয়ারি রবিবার বেলা ১২ টার সময় তাকে আটক করা হয়।

খুলনা জেলা পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন(পিবিআই) এর ওসি মাহফুজ হোসেন ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, মশিয়ালী গ্রামের মৃত মোঃ আমজাদ শেখের পুত্র মোঃ আজাদ শেখ মশিয়ালী গ্রামের জিহাদ হত্যা মামলা ও বাড়িতে অগ্নিসংঘোগ মামলার আসামি ।

উল্লেখ্য, ২০২০ সালের ১৬ জুলাই রাতে নগরীর খানজাহান আলী থানার মশিয়ালীতে প্রভাবশালী জাকারিয়া-জাফরিনদের গুলিতে গ্রামের নজরুল ইসলাম, গোলাম রসুল ও সাইফুল ইসলাম নিহত হয়। এ সময় গুলিবিদ্ধ হয় আরও ১০ জন। পরে বিক্ষুব্ধ গ্রামবাসী জাকারিয়ার চাচাতো ভাই জিহাদকে পিটিয়ে হত্যা করে ও জাকারিয়াদের বাড়ি-ব্যবসা প্রতিষ্ঠানে আগুন ধরিয়ে দেয়। এঘটনায় নিহত সাইফুল ইসলামের বাবা শহিদুল ইসলাম বাদী হয়ে খানজাহান আলী থানায় ২২জনের নাম উল্লেখসহ অজ্ঞাতপরিচয় ১৫-১৬ জনকে আসামি করে মামলা দায়ের করেন যার নং-১২, তারিখ ১৮-৭-২০২০ইং।