UsharAlo logo
রবিবার, ৬ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ২২শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

মার্কিন হামলার জবাব দেওয়ার অধিকার ইরানের আছে: আরাগচি

ঊষার আলো ডেস্ক
জুন ২৩, ২০২৫ ১০:৩০ পূর্বাহ্ণ
Link Copied!

পারমাণবিক স্থাপনায় হওয়া মার্কিন হামলার জবাব দেওয়ার অধিকার ইরানের আছে বলে জানিয়েছেন ইরানি পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। এছাড়া পারমাণবিক স্থাপনায় হামলার পরিণতির সম্পূর্ণ দায় যুক্তরাষ্ট্রকে নিতে হবে বলেও মন্তব্য করেন তিনি।

রোববার (২২ জুন) তুরস্কের ইস্তাম্বুলে ওআইসির বৈঠকের সাইডলাইনে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।আরাগচি বলেন, যুক্তরাষ্ট্র ইরানের পারমাণবিক স্থাপনাগুলোতে হামলা চালিয়ে সমস্ত আন্তর্জাতিক নিয়ম ও বিধি লঙ্ঘন করেছে।

তিনি সতর্ক করে বলেন, এই ধরণের আক্রমণাত্মক পদক্ষেপের ভয়াবহ পরিণতির জন্য আমেরিকাকে সম্পূর্ণ দায় স্বীকার করতে হবে।

জাতিসংঘ সনদের অধীনে ইরানের আত্মরক্ষার অধিকার তুলে ধরে আরাগচি বলেন,  মার্কিন হামলার প্রতিক্রিয়া জানাতে তেহরান একাধিক উপায় গ্রহণের অধিকার রাখে।

ইরান কখনও তার সার্বভৌমত্ব, স্বাধীনতা এবং আঞ্চলিক অখণ্ডতার সঙ্গে আপস বরবে না উল্লেখ করে ইরানি পররাষ্ট্রমন্ত্রী বলেন, তেহরান আত্মরক্ষার জন্য ‘সকল সম্ভাব্য এবং প্রয়োজনীয় সরঞ্জাম এবং সমাধান’ ব্যবহার করবে।

এছাড়া ইরানের বিরুদ্ধে আগ্রাসন বন্ধ হলেই কেবল তেহরান কূটনৈতিক আলোচনা পুনরায় শুরু করার বিষয়ে সিদ্ধান্ত নেবে বলেও জানান আরাগচি।

শনিবার ইরানের তিনটি পারমাণবিক স্থাপনায় বিমান হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। পরে প্রেসিডেন্ট ট্রাম্প নিজেই ঘোষণা দেন যে, তার দেশ ইরানের তিনটি পারমাণবিক স্থাপনায় সফল হামলা সম্পন্ন করেছে। স্থাপনাগুলো হলো—ফোরদো, নাতাঞ্জ ও ইস্পাহান।

ঊষার আলো-এসএ