UsharAlo logo
বুধবার, ৯ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৫শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

মেন্ডিসের সেঞ্চুরিতে চ্যালেঞ্জিং স্কোরের পথে শ্রীলংকা

ক্রীড়া ডেস্ক
জুলাই ৮, ২০২৫ ৬:১৪ অপরাহ্ণ
Link Copied!

কুশাল মেন্ডিসের সেঞ্চুরিতে চ্যালেঞ্জিং স্কোর গড়ার পথে শ্রীলংকা ক্রিকেট দল। ওয়ানডে ক্যারিয়ারের ১৪৬তম ম্যাচে ষষ্ঠ সেঞ্চুরি তুলে নিয়েছেন মেন্ডিস। সিরিজ নির্ধারণী ম্যাচে টস জিতে ব্যাটিংয়ে স্বাগিতকরা।

তিন ম্যাচ সিরিজের শেষ ওয়ানডেতে প্রথমে ব্যাট করতে নেমে ১৩ রানেই প্রথম উইকেট হারায় স্বাগতিকরা। ৬ বলে ১ রানে ফেরেন নিশাঙ্কা।

দলীয় ৬৯ রানে ফেরেন আরেক ওপেনার পাথুম নিশাঙ্কাও। তিনি করেন ৪৭ বলে চার বাউন্ডারিতে ৩৫ রান। চার নম্বর পজিশনে ব্যাটিংয়ে নেমে দলীয় ১০০ রানে তৃতীয় ব্যাটসম্যান হিসেবে ফেরেন কামিন্দু মেন্ডিস (১৬)।

২১ ওভারে ১০০ রানে ৩ উইকেট পতনের পর অধিনায়ক চারিথ আসালাঙ্কার সঙ্গে দলের হাল ধরেন কুশাল মেন্ডিস।

এ রিপোর্ট লেখা পর্যন্ত ৩৯ ওভারের খেলা শেষে ৩ উইকেট হারিয়ে শ্রীলংকার সংগ্রহ ২১৪ রান। ১০৯ ও ৫১ রানে ব্যাট করছেন কুশাল মেন্ডিস ও চারিথ আসালাঙ্কা।এর আগে সিরিজের প্রথম ওয়ানডেতে ২৪৫ রানের টার্গেট তাড়ায় ৩৫.৫ ওভারে ১৬৭ রানে অলআউট হয়ে বাংলাদেশ ম্যাচ হারে ৭৭ রানে।

সিরিজের দ্বিতীয় ম্যাচে ২৪৮ রান করে ১৬ রানের জয়ে সিরিজে কামব্যাক করে মেহেদি হাসান মিরাজের নেতৃত্বাধীন বাংলাদেশ ক্রিকেট দল।আজ সিরিজ নির্ধারণী ম্যাচে মুখোমুখি বাংলাদেশ বনাম ১৯৯৬ সালের বিশ্বকাপজয়ী দল শ্রীলংকা।

ঊষার আলো-এসএ