UsharAlo logo
মঙ্গলবার, ৮ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৪শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

মোস্তাফিজের ৬ লাখ ও অধিনায়ক স্যামসনের ২৪ লাখ রুপি জরিমানা

ঊষার আলো
সেপ্টেম্বর ২৬, ২০২১ ৫:২৯ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো ডেস্ক : বড় জরিমানার মুখে পড়েছে রাজস্থান রয়্যালস। সংযুক্ত আরব আমিরাতের আবুধাবিতে দিল্লি ক্যাপিটালসের কাছে ৩৩ রানে হারের সাথে স্লো ওভার রেটের অভিযোগে শাস্তি পেল তারা।

তাই অধিনায়ক সাঞ্জু স্যামসনকে ২৪ লাখ রুপি জরিমানা করা হয়েছে। একই সাথে একাদশে থাকা প্রত্যেককে ম্যাচ ফির মোট ২৫ শতাংশ বা ৬ লাখ রুপি জরিমানা গুণতে হচ্ছে। ফলে এই ম্যাচে খেলা মোস্তাফিজুর রহমানেরও পকেট কাটা পড়ছে।

দিল্লিকে ৬ উইকেটে মোট ১৫৪ রানে থামাতে মোস্তাফিজ ২২ রান খরচায় নেন ২ উইকেট। পরে স্যামসনের ৫৩ বলে ৭০ রানে অপরাজিত থাকলেও জয়ের দেখা পায় না রাজস্থান। তারা ৬ উইকেটে ১২১ রানে থামে তাদের ইনিংস।

তবে রাজস্থানের এত বড় অঙ্কের জরিমানার কারণ একই অপরাধ তারা এই আসরে করেছে দ্বিতীয়বার। এই আমিরাত পর্বেই পাঞ্জাব কিংসের বিপক্ষেই স্লো ওভার রেটের শাস্তি পান স্যামসন। তাকে গুণতে হয়েছিল মোট ১২ লাখ রুপি। আর এবার তা বেড়ে দ্বিগুণ।

(ঊষার আলো-এফএসপি)