UsharAlo logo
মঙ্গলবার, ৮ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৪শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

লক্ষ্মীপুর জেলা যুবদলের সভপতি হুমায়ুন, সম্পাদক লিংকন

ঊষার আলো রিপোর্ট
জুলাই ৮, ২০২৫ ১১:৫১ পূর্বাহ্ণ
Link Copied!

লক্ষ্মীপুর জেলা যুবদলের দুই সদস্য বিশিষ্ট আংশিক কমিটি ঘোষণা করা হয়েছে। এতে আব্দুল আলিম হুমায়ুনকে সভাপতি ও সৈয়দ রশিদুল হাসান লিংকনকে সাধারণ সম্পাদক করা হয়েছে। হুমায়ুন সাবেক কমিটির সদস্য সচিব ও লিংকন সিনিয়র যুগ্ম আহ্বায়ক ছিলেন।

সোমবার (৭ জুলাই) রাত সাড়ে ১০টার দিকে এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। যুবদলের কেন্দ্রীয় কমিটির সহ দপ্তর বিষয়ক সম্পাদক মিনহাজুল ইসলাম ভূঁইয়া স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে যুবদলের ফেসবুক পেইজে প্রকাশ করা হয়।

এতে আগামী ৩০ দিনের মধ্যে ১০১ সদস্য বিশিষ্ট্য পূর্ণাঙ্গ কমিটি কেন্দ্রে দপ্তরের কাছে পাঠানোর নির্দেশ দেওয়া হয়।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নূরুল ইসলাম নয়ন লক্ষ্মীপুর জেলা যুবদলের দুই সদস্য বিশিষ্ট কমিটির অনুমোদন দিয়েছেন।

নতুন কমিটির সাধারণ সম্পাদক সৈয়দ রশিদুল হাসান লিংকন বলেন, ‘কেন্দ্র থেকে নতুন করে আমাদেরকে দায়িত্ব দিয়েছে। নির্দিষ্ট সময়ের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি কেন্দ্রে জমা দেওয়া হবে।’

ঊষার আলো-এসএ