UsharAlo logo
রবিবার, ৬ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ২২শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

শাকিবের সিনেমায় হলিউডের নায়িকা ও ভিলেন

বিনোদন ডেস্ক
জুন ২২, ২০২৫ ৬:১০ অপরাহ্ণ
Link Copied!

নিজেকে অন্যান্য উচ্চতায় নিয়ে যাচ্ছেন শাকিব খান। একের পর এক সিনেমা হিট দিয়ে তিনি বর্তমানে উড়ছেন আকাশে। দর্শকও এ অভিনেতার সিনেমা দেখতে হলগুলোতে হুমড়ি খেয়ে পড়ছে। ইতোমধ্যে তার পরবর্তী প্রজেক্ট নিয়েও শোরগোল শুরু হয়েছে। গুঞ্জন চলছে, এবার আন্তর্জাতিক পরিসরে আরও বড় ক্যানভাসে দেখা যাবে ঢালিউড সুপারস্টারকে।

জানা গেছে, ‘এম আর নাইন’ খ্যাত নির্মাতা আসিফ আকবরের নতুন একটি সিনেমায় অভিনয় করতে যাচ্ছেন শাকিব খান। পরিচালকের সঙ্গে এরই মধ্যে একাধিকবার বৈঠক করেছেন নায়ক। চূড়ান্ত হয়েছে সিনেমার কনসেপ্ট ও প্রাথমিক গল্প।

এ মুহূর্তে চলছে চিত্রনাট্য নির্মাণের কাজ। সব ঠিক থাকলে আগামী মাসে যুক্তরাষ্ট্রে যাওয়ার সময় শাকিবের উপস্থিতিতেই হবে সিনেমাটির আনুষ্ঠানিক ঘোষণা।

সূত্র বলছে, সিনেমাটিতে শাকিবের বিপরীতে দেখা যাবে দুই নায়িকাকে। তাদের একজন বাংলাদেশের হলেও অন্যজন আসবেন হলিউড থেকে। তবে এবার নাম সবস্ব কোনো অভিনেত্রী নন, হলিউডের একজন পরিচিত মুখই থাকবেন শাকিবের বিপরীতে।

শুধু তাই নয়, সিনেমার খলনায়কের চরিত্রেও থাকবেন একজন হলিউডের জনপ্রিয় এক অভিনেতা। বলার অপেক্ষা রাখে না, গুঞ্জন সত্যি হলে শাকিবের ক্যারিয়ার তো বটেই বাংলাদেশি সিনেমার ইতিহাসটাও নতুন করে লেখা হবে।

জানা গেছে, বড় বাজেটের এই প্রজেক্টটি হতে যাচ্ছে একটি ক্রাইম থ্রিলার। নির্মাতাদের পরিকল্পনা, ২০২৬ সালে সিনেমাটি বিশ্বব্যাপী মুক্তি দেওয়ার।

ঊষার আলো-এসএ