UsharAlo logo
বুধবার, ৬ই আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ | ২২শে শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ

শেখ মুজিবের ছবি টাঙানো সেই প্রধান শিক্ষিকা বরখাস্ত

ঊষার আলো রিপোর্ট
আগস্ট ৫, ২০২৫ ৫:৩১ অপরাহ্ণ
Link Copied!

পিরোজপুরের স্বরূপকাঠী উপজেলার সোনারঘোপ রমেশচন্দ্র সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা শামীমা ইয়াছমিনকে সাময়িকভাবে বরখাস্ত করেছে প্রাথমিক শিক্ষা বিভাগ। বিদ্যালয়ের অফিস কক্ষে শেখ মুজিবুর রহমানের ছবি টাঙানোর ঘটনাকে কেন্দ্র করে সোমবার (৪ আগস্ট) এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা গেছে।

উপজেলা শিক্ষা কর্মকর্তা মো. খোন্দকার জসিম আহমেদ বরখাস্তের বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‘বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত সংবাদের ভিত্তিতে ওই স্কুলে আমরা তদন্ত করে ঊর্ধ্বতন কর্মকর্তাদের কাছে প্রতিবেদন পাঠিয়েছি। প্রাথমিক তদন্তের পর কর্তৃপক্ষ অভিযুক্ত প্রধান শিক্ষিকাকে সাময়িকভাবে বরখাস্ত করেছে। তদন্ত চলমান আছে। তিনি দোষী সাব্যস্ত হলে বিভাগীয় মামলাও হতে পারে। এমনকি স্থায়ীভাবে বহিষ্কারও হতে পারেন।’

এ বিষয়ে জানতে অভিযুক্ত প্রধান শিক্ষিকার ব্যবহৃত মোবাইল নাম্বারে ফোন দিলে তা রিসিভ করেন তার স্বামী মো. হাফিজুর রহমান। তিনি বলেন, ‘সহকারী শিক্ষা কর্মকর্তা আমার স্ত্রীকে ফোন দিয়ে বলেছেন আপনার একটা চিঠি আছে। অফিসে এসে নিয়ে যাবেন। তবে চাকরি থেকে বরখাস্তের বিষয়ে আমাদের কিছু বলেননি।’

ঊষার আলো-এসএ