UsharAlo logo
রবিবার, ৬ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ২২শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

শেখ শাহাদাত হোসেন স্বাধীন স্মৃতি শর্টপিচ ডে নাইট ক্রিকেট টুর্ণামেন্ট

koushikkln
জানুয়ারি ৫, ২০২২ ১০:৫৬ অপরাহ্ণ
Link Copied!

ক্রীড়া প্রতিবেদক : খুলনা টেক্সটাইল মিল স্কুল মাঠ প্রাঙ্গনে চারাবাটি ক্রীড়া চক্র এর আয়োজনে ও নগর যুবলীগের সদস্য  মো: মোস্তফা শিকদারের সার্বিক সহযোগিতায়  শেখ শাহাদাত হোসেন স্বাধীন স্মৃতি শর্টপিচ ডে নাইট ক্রিকেট টুর্ণামেন্ট অনুষ্ঠিত হয়েছে।

টুর্ণামেন্টে কিংস অব সোনাডাঙ্গা, চরাবাটি ভাই কিংস, সেভেন স্টার, জুনিয়র বয়েজ ক্লাব, কে টি এম ফাইটারস, শেখ স্বাধীন স্মৃতি বয়েজ ক্লাব, রাকিব মেমোরিয়াল, টিম ১৯৭১ নামের আটটি দল। টুর্ণামেন্টে চ্যাম্পিয়ন হয়েছে শেখ স্বাধীন স্মৃতি বয়েজ ক্লাব। চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলের হতে পুরষ্কার তুলে দেন শেখ শাহাদাত হোসেন স্বাধীন এর ছোট ভাই নগর যুবলীগের যুগ্ম আহবায়ক শেখ শাহাজালাল হোসেন সুজন।

এ সময় আরো উপস্থিত ছিলেন, খুলনা টেক্সটাইল মিল স্কুল এর প্রধান শিক্ষক শেখ রবিউল ইসলাম, জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক আজিজুর রহমান রাসেল, নগর যুবলীগের সদস্য কাজী ইব্রাহীম মার্শাল, মোস্তফা শিকদার, আয়োজক কমিটির সদস্য সুজন সরকার, শফিকল ইসলাম শাওন, সুজন আকন,ইমন খান ও আলামিন ইসলাম প্রমুখ।