UsharAlo logo
মঙ্গলবার, ৮ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৪শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

সাগরে তিন মাস ভেসে ইন্দোনেশিয়ার নির্জন দ্বীপে ৮১ রোহিঙ্গা

ঊষার আলো
জুন ৫, ২০২১ ৭:০৪ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো ডেস্ক : সাগরে ১শ দিন ভেসে বেড়ানোর পর ৮১ জন রোহিঙ্গাকে বহনকারী নৌকা ইন্দোনেশিয়ার নির্জন দ্বীপে ভিড়েছে। এই শরণার্থীদের অধিকাংশ নারী ও শিশু বলে ধারণা করা হচ্ছে। শুক্রবার(০৪জুন) দেশটির আচেহ প্রদেশের ইদমান দ্বীপে ছোট কাঠের নৌকাটির সন্ধান পাওয়া গেছে বলে কর্তৃপক্ষ জানিয়েছেন। মালয়েশিয়া এবং ইন্দোনেশিয়ায় রোহিঙ্গা শরণার্থীদের শিক্ষা-মানসিক সহায়তাদানকারী প্রতিষ্ঠান রিমা পুত্র শাহ জানান, লোকসিউমাউই শহর থেকে ২ ঘণ্টা সময় লাগে দ্বীপটিতে যেতে। যেটি জেলেরা বিশ্রামের স্থান হিসেবে ব্যবহার করে থাকেন। তিনি জানান, ‘আমাদের মাঠপর্যায়ের কর্মীরা শরণার্থীদের সাথে দেখা করেছে। ৩ মাস ধরে সাগরে ভেসে বেড়ানোর কথা জানিয়েছেন তারা। ভারত থেকে আচেহতে তারা ১শ আসনের ২ ইঞ্জিনের একটি নৌকায় ছিল।

সূত্র জানায়, ধারণা করা হচ্ছে এই শরণার্থীদের অধিকাংশ নারী এবং শিশু। যারা বাংলাদেশ থেকে ভারতীয় উপকূলে গিয়েছিল। ওখানে তাদের নৌকাটি ভেঙে যায়। ভারতীয় কোস্টগার্ড তাদের নৌকা মেরামত করে দেন। সাথে খাদ্য ও পানি দেন। কিন্তু রোহিঙ্গাদের ভারতের স্থলভাগে প্রবেশ করতে দেওয়া হয়নি। ওই নৌকাটিতে ৯০ জন রোহিঙ্গা শরণার্থী ছিল। ভারতীয় কোস্টগার্ড নৌকা থেকে ৯জনের মৃতদেহ উদ্ধার করেছেন। বাংলাদেশ থেকে রওনা হওয়ার পর নৌকাতেই তাদের মৃত্যু হয়েছে। রিমা পুত্র শাহ আরও জানান, তাদের অবস্থা খুব খারাপ। দ্বীপটিতেও কোনো সুযোগ-সুবিধা নেই। দ্বীপটি মশাতে পূর্ণ। তারা মূল ভূখন্ডের কাছে রয়েছে। তাদেরকে আচেহতে পুনর্বাসন করা হবে কী হবে না সেই সিদ্ধান্তের অপেক্ষায় রয়েছে তারা।

(ঊষার আলো-আরএম)