UsharAlo logo
মঙ্গলবার, ৮ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৪শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

সীতাকুণ্ডে বিস্ফোরণে নিহতের সংখ্যা বেড়ে ৪৪

pial
জুন ৫, ২০২২ ৪:০১ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো ডেস্ক : সীতাকুণ্ডের কনটেইনার ডিপোয় বিস্ফোরণে শেষ খবর পাওয়া পর্যন্ত মোট ৪৪ জন নিহত হয়েছেন। এর মধ্যে ফায়ার সার্ভিসের ৮ জন আছেন। আজ রোববার (৫ জুন) বিষয়টি নিশ্চিত করেছেন চমেক পুলিশ ফাঁড়ির পরিদর্শক নুরুল আলম আশেক।

এ বিস্ফোরণে আহত হয়েছেন দেড় শতাধিক মানুষ। শনিবার (৪ জুন) রাতে আগুন লাগার পর রাত পৌনে ১১টার দিকে বিস্ফোরণটি ঘটে। আগুন নেভানোর চেষ্টা করছেন ফায়ার সার্ভিসের সদস্যরা

পুলিশ, ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্র থেকে জানা যায়, সোনাইছড়ির কদমরসুল এলাকায় অবস্থিত ওই কনটেইনার ডিপোতে রাত আনুমানিক ৯টার দিকে আমদানিকৃত একটি কনটেইনারে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। আর অল্পক্ষণের মধ্যেই তা বিভিন্ন কনটেইনারে ছড়িয়ে পড়ে।

খবর পেয়ে কুমিরা ও সীতাকুণ্ড ফায়ার সার্ভিসের কর্মকর্তারা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণের কাজ শুরু করেন।

(ঊষার আলো-এফএসপি)