UsharAlo logo
শনিবার, ৫ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ২১শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

সোনাডাঙ্গায় মশার কয়েল থেকে বাসে আগুন, হেলপার নিহত

ঊষার আলো- ডেস্ক রিপোর্ট
নভেম্বর ২৯, ২০২৪ ৪:৪৮ অপরাহ্ণ
Link Copied!

খুলনার সোনাডাঙ্গা বাস টার্মিনালে একটি বাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে, যার ফলে বাসের হেলপার শরিফুল নিহত হয়েছেন। বৃহস্পতিবার গভীর রাতে এই দুর্ঘটনা ঘটে। পুলিশ এবং পরিবহন শ্রমিকরা জানান, মশার কয়েল থেকে আগুনের সূত্রপাত হয়।

সুন্দরবন পরিবহনের একটি বাস ঢাকা থেকে খুলনায় আসছিল, যার নম্বর ছিল ঢাকা মেট্রো ব-১১-৬৪৬৯। বাসে পরিস্কার কাজ শেষ করে, শরিফুল মশা তাড়ানোর জন্য মশার কয়েল জ্বালিয়ে ঘুমিয়ে পড়েন। কয়েল থেকে আগুন লাগলে তা দ্রুত বাসে ছড়িয়ে পড়ে এবং পুরো বাস পুড়ে যায়। ঘটনাস্থলে পৌঁছানো পুলিশ এবং ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনলেও, শরিফুলকে উদ্ধার করা সম্ভব হয়নি। তাঁকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

এটি সোনাডাঙ্গা বাস টার্মিনালে মশার কয়েল থেকে আগুন লাগার দ্বিতীয় ঘটনা বলে জানা গেছে। নিহত হেলপার শরিফুল মুন্সিগঞ্জ জেলার শ্রীনগর উপজেলার বাসিন্দা ছিলেন। তার মরদেহ মর্গে রাখা হয়েছে এবং আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

ঊ আ- এইচআর