UsharAlo logo
সোমবার, ৭ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৩শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

হাঁপানি ও ফুসফুসের রোগ প্রতিরোধ করে করলা

ঊষার আলো
অক্টোবর ২, ২০২১ ৪:৪০ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো ডেস্ক : মেদ ঝরানোর পাশাপাশি ক্যানসার, ডায়াবেটিস ও হাঁপানির মতো রোগ নিরাময়ে করলার রয়েছে খুবই গুরুত্ব।

এ বর্তমান প্রজন্মের একটা বড় অংশ ওবেসিটির শিকার। বিশেষজ্ঞদের মতে, করলার রস ফ্যাট সেলগুলো বার্ন করে ও সেই জায়গায় নতুন ফ্যাট সেল তৈরি হতে বাধা দেয়। ডায়াবেটিস রোগীদের জন্যও করলার রস খুবই উপকারি।

করলার মধ্যে আছে পলিপেপটাইড বি, ভিসিন ও ক্যারাটিন। প্রতিদিন করলার জুস খেলে উচ্চরক্তচাপ কমে। এছাড়া রক্তে শর্করার পরিমাণও নিয়ন্ত্রণে থাকে।

হাঁপানি ও ফুসফুসের যেকোনো রোগ প্রতিরোধ করে করলার জুস। নিয়মিত করলার জুস খেলে ত্বক অনেক টানটান ও তরতাজা দেখায় সাথে বলিরেখা দূর হয়।

করলার মধ্যে আছে প্রচুর পরিমাণ অ্যান্টিঅক্সিডেন্ট। মধু মিশিয়ে করলার জুস খেলে হজম শক্তি বৃদ্ধি পায়। এছাড়া এতে রয়েছে ফাইবার, যা পরিপাকতন্ত্রকে সক্রিয় রাখে।

(ঊষার আলো-এফএসপি)