UsharAlo logo
মঙ্গলবার, ৮ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৪শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

হাতিয়ায় বজ্রপাতে জেলের মৃত্যু

ঊষার আলো
মে ৫, ২০২১ ১১:১০ পূর্বাহ্ণ
Link Copied!

ঊষার আলো রিপোর্ট : নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ার নিঝুমদ্বীপে বজ্রপাতে মোবারক হোসেন (২২) নামের ১ জেলে নিহত হয়েছে। এতে আহত হয়েছে আরও ২ জেলে।
গতকাল ৪ মে মঙ্গলবার এই ঘটনা ঘটেছে। নিহত মোবারক উপজেলার নিঝুমদ্বীপ ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের মো. ইসমাইলের ছেলে। আহতরা হলেন মো. ইরাক (১৭) ও ইলিয়াস (২৬)।
স্থানীয়দের থেকে যানা গেছে, গতকাল ঠেলা জাল দিয়ে মাছ শিকার করতে নদীতে যান স্থানীয় জেলেরা। নিঝুমদ্বীপের পশ্চিম পাশে মেঘনা নদীর তীরে অবস্থান করছিলেন তাঁরা। এসময়ে বজ্রাঘাতের শিকার হন ৩ জেলে। স্থানীয়রা হতাহতদেরকে উদ্ধার করে। আহত ২ জনকে স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হচ্ছে।
নিঝুমদ্বীপ ১ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য খবির উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করেছে। তিনি বলেছেন, লাশ দাফনের ব্যবস্থা করা হয়েছে। আহতদের চিকিৎসা চলছে।
হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল খায়ের ঘটনার সত্যতা নিশ্চিত করেছে।

(ঊষার আলো- এম.এইচ)