UsharAlo logo
মঙ্গলবার, ৮ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৪শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

হোয়াইট হাউসের সর্বকনিষ্ঠ প্রেস সেক্রেটারি হতে চলেছেন ক্যারোলিন লেভিট

ঊষার আলো ডেস্ক
নভেম্বর ১৬, ২০২৪ ৮:১১ অপরাহ্ণ
Link Copied!

হোয়াইট হাউসের সর্বকনিষ্ঠ প্রেস সেক্রেটারি হিসেবে নিয়োগ পেয়েছেন ২৭ বছর বয়সী ক্যারোলিন লেভিট। বিবিসির এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, মার্কিন ইতিহাসে ক্যারোলিন লেভিট হোয়াইট হাউসের সর্বকনিষ্ঠ প্রেস সেক্রেটারি হতে চলেছেন।

যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় শুক্রবার (১৫ নভেম্বর) হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি হিসেবে ক্যারোলিন লেভিটের নাম ঘোষণা করেন নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। লেভিট ট্রাম্পের নির্বাচনী প্রচার শিবিরের মুখপাত্র ছিলেন।

এদিকে ক্যারোলিনকে নিয়ে শুক্রবার এক বিবৃতি দিয়েছেন ট্রাম্প। বিবৃতিতে ট্রাম্প বলেছেন, ক্যারোলিন একজন স্মার্ট ও বলিষ্ঠ মননের। সেইসঙ্গে ক্যারোলিন অত্যন্ত কার্যকর যোগাযোগ স্থাপনকারী হিসেবে নিজেকে প্রমাণ করেছেন।

ট্রাম্প আরও বলেছেন, ক্যারোলিন আমার ঐতিহাসিক প্রচার শিবিরে জাতীয় প্রেস সেক্রেটারি হিসেবে অসাধারণ কাজ করেছেন। এবং আমি ঘোষণা করতে পেরে আনন্দিত যে তিনি হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি হিসেবে কাজ করবেন।

জবাবে ক্যারোলিন সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে ট্রাম্পকে ধন্যবাদ জানিয়েছেন। ক্যারোলিন বলেছেন, আমার উপর আস্থা রাখার জন্য ধন্যবাদ প্রেসিডেন্ট ট্রাম্প। আমি বিনীত এবং সম্মানিত বোধ করছি।

হোয়াইট হাউসে এর আগে সর্বকনিষ্ঠ প্রেস সেক্রেটারি ছিলেন ২৯ বছর বয়সী রন জিয়েগলার। ১৯৬৯ সালে প্রেসিডেন্ট রিচার্ড নিক্সন রনকে এই পদে নিয়োগ দেন তাকে।