UsharAlo logo
মঙ্গলবার, ৮ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৪শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

২৪ ঘণ্টায় খুলনার তিন হাসপাতালে আরো ১১ জনের মৃত্যু

ঊষার আলো
জুলাই ৩, ২০২১ ১২:১১ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো রিপোর্ট : করোনা সংক্রমণ ও উপসর্গ নিয়ে খুলনার ৩ হাসপাতালে গত ২৪ ঘণ্টায় আরো ১১ জন মারা গেছে।
খুলনা করোনা ডেডিকেটেড হাসপাতালে ৬জন, জেনারেল হাসপাতালের করোনা ইউনিটের ১ জন ও গাজী মেডিক্যাল কলেজ হাসপাতালের ৪ জন।
বিষয়টি নিশ্চিত করেছে খুলনা করোনা ডেডিকেটেড হাসপাতালের ফোকাল পার্সন ডা. সুহাস রঞ্জন হালদার।
খুলনা করোনা ডেডিকেটেড হাসপাতালের ফোকালপারসন ডা. সুহাস রঞ্জন হালদার বলেন, গত ২৪ ঘণ্টায় ৬ জনের মৃত্যু হয়েছে। হাসপাতালটিতে বর্তমানে ২১৩ জন চিকিৎসাধীন রয়েছে। এরমধ্যে রেড জোনে ১১৩ জন, ইয়োলো জোনে ৪২ জন, আইসিইউতে ২০ জন ও এইচডিসিতে ২০ জন।
মৃতরা হল, রূপসার নূর ইসলাম (৬৬), সোনাডাঙ্গার নাজমা (৪৪), খুলনার ফুলবাড়ীগেট এলাকার আনোয়ারা খাতুন (৩২), সাতক্ষীরার শ্যামনগরের সুবর্ণা (৫৫), যশোর সদরের মো. শরিফুল ইসলাম (৪২) ও খুলনার ডুমুরিয়ার মোশারফ (৬৩)।
গাজী মেডিক্যাল হাসপাতালের স্বত্বাধিকারী ডা. গাজী মিজানুর রহমান জানিয়েছেন, করোনা ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় সোনাডাঙ্গার দারুস সালাম মসজিদ লেনের মানসুরা বেগম (৫৩), খুলনার ফুলতলার তারতিবপুরের বিবেক কুণ্ডু (৪৯), রূপসার রহিম নগরের আব্দুল মান্নান সরদার (৬০) ও বাগেরহাটের চিতলমারীর আওয়াল শিকদার (৭০) মারা যান।
হাসপাতালে এখনও ১২০ জন চিকিৎসাধীন রয়েছে। এর মধ্যে আইসিইউতে ৯ জন ও এইচডিইউতে ১০ জন।
এছাড়া খুলনা জেনারেল হাসপাতালের করোনা ইউনিটের মুখপাত্র ডা. কাজী আবু রাশেদ বলেছেন, হাসপাতালের করোনা ইউনিটে আলেয়া বেগম (৬৫) নামের ১ জনের মৃত্যু হয়েছে। তিনি যশোরের বারান্দিপাড়ার বাসিন্দা। এ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে ৭০ জন। এদের মধ্যে ৩৩ জন পুরুষ ও ৩৭ জন নারী।

(ঊষার আলো- এম.এইচ)