UsharAlo logo
বৃহস্পতিবার, ৭ই আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৩শে শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ

৬ মাসে দেশ ছেড়েছেন প্রায় সাড়ে ৩ লাখ পাকিস্তানি

ঊষার আলো ডেস্ক
আগস্ট ৬, ২০২৫ ৫:১২ অপরাহ্ণ
Link Copied!

চলতি বছরের প্রথম ছয় মাসে দেশ ছেড়েছেন প্রায় তিন লাখ পঁচিশ হাজার পাকিস্তানি। ক্রমবর্ধমান বেকারত্ব, অর্থনৈতিক অস্থিরতা ও স্বল্প বেতনের  কারণে দেশত্যাগের এ প্রবণতা দিন দিন বাড়ছে।

সাম্প্রতিক বছরগুলোতে পাকিস্তান থেকে নার্সরা ব্যাপক সংখ্যায় কাজের সন্ধানে বিদেশে চলে যাচ্ছেন। উন্নত বেতন, নিরাপদ কর্মস্থল এবং পেশাগত উন্নতির সুযোগের জন্য দেশ ছেড়ে যাচ্ছেন তারা। ফলে আগে থেকেই ভঙ্গুর পাকিস্তানের স্বাস্থ্য ব্যবস্থা আরও ভেঙে পড়েছে।

প্রতিবেদনে বলা হয়, ডাক্তার এবং প্রযুক্তি খাতের লোকজনের মতো নার্সরাও উপসাগরীয় দেশ, ব্রিটেন এবং কানাডার মতো দেশে আকর্ষণীয় বেতন এবং উন্নত কর্ম পরিবেশের কারণে আকৃষ্ট হচ্ছে। ফলে পাকিস্তানি নার্সেরা এসব দেশগুলোতে পাড়ি জমাচ্ছেন।

ঊষার আলো-এসএ