UsharAlo logo
মঙ্গলবার, ২৯শে জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ১৪ই শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ

চট্টগ্রামে পুলিশ কর্মকর্তার অস্ত্র দিয়ে ছেলের আত্মহত্যা

ঊষার আলো
এপ্রিল ২, ২০২১ ৯:৩০ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো ডেস্ক : চট্টগ্রামের আকবর শাহ থানায় পুলিশ কর্মকর্তা বাবার পিস্তল দিয়ে মোঃ মাহিন (১৯) নামে এক কলেজছাত্র আত্মহত্যা করেছে। শুক্রবার (২ এপ্রিল) দুপুর দেড়টার দিকে সিটি গেইট শাপলা আবাসিক এলাকার বাসায় এ ঘটনা ঘটে।
নিহত মাহিন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) খুলশি থানার উপপরিদর্শক (এসআই) মহিন উদ্দিনের ছেলে। সে উচ্চ মাধ্যমিক পাস করেছে। বিষয়টি নিশ্চিত করেছেন চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির সহকারী উপপরিদর্শক (এএসআই) শীলব্রত বড়ুয়া।
তিনি বলেন, জুমার নামাজ আদায় করতে বাবা মসজিদে গেলে অগোচরে মাহিন পিস্তল দিয়ে নিজ বুকের ডান দিকে গুলি করে। তৎক্ষণাৎ প্রতিবেশীরা উদ্ধার করে তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক মাহিনকে মৃত ঘোষণা করেন।

(ঊষার আলো-এমএনএস)