UsharAlo logo
মঙ্গলবার, ৮ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৪শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

মিরেরডাঙ্গা নদী থেকে দেহ বিচ্ছিন্ন মাথা উদ্ধার

ঊষার আলো
মে ৩, ২০২১ ৯:০৭ অপরাহ্ণ
Link Copied!

শেখ বদর উদ্দিন : নগরীর খানজাহান আলী থানাধীন রংমিল রোড সংলগ্ন মিরেরডাঙ্গা ঘাটে সোমবার (৩ মে) দুপুর পৌঁনে ১টায় দেহ বিচ্ছিন্ন মাথা উদ্ধার করেছে নৌ-পুলিশ। স্থানীয় আলমগীর হোসেনের পুত্র সিয়াম (১০) নদীতে গোসল করতে গেলে একটি দেহ বিচ্ছিন্ন মাথা ভেসে যেতে দেখে নিজেই নদী থেকে উপরে এসে লোকজনকে খবর দিলে তারা খানজাহান আলী থানা পুলিশকে খবর দেয়। খানজাহান আলী থানা পুলিশ ঘটনাস্থলে এসে খুলনা নৌ-পুলিশে খবর দিলে নৌ-পুলিশের ওসি অনিমেশ বিকেল ৩টার দিকে ঘটনাস্থলে এসে দেহ বিচ্ছিন্ন মাথাটি উদ্ধার করে সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য খুমেক হাসপাতালে প্রেরণ করে। ঘটনার সত্যতা স্বীকার করে খানজাহান আলী থানার অফিসার ইনচার্জ প্রবীর কুমার বিশ্বাস জানান, যেহেতু মাথাটি নদীর ভিতর থেকে উদ্ধার হয়েছে সেহেতু সকল দায়দায়ীত্ব এবং করণীয় নৌ-পুলিশের।

(ঊষার আলো-এমএনএস)