UsharAlo logo
সোমবার, ৭ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৩শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী বেগম মন্নুজান সুফিয়ান চার দিনের সফরে খুলনা আসছেন

ঊষার আলো ডেস্ক
জুলাই ১৩, ২০২৩ ৫:৫৭ অপরাহ্ণ
Link Copied!

সফরসূচি অনুযায়ী প্রতিমন্ত্রী ১৩ জুলাই সন্ধ্যা সাতটায় খুলনার দৌলতপুর পাবলা গাছতলা মন্দির প্রাঙ্গণে ৫ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের কর্মী সভায় প্রধান অতিথি হিসেবে যোগদান করবেন। তিনি ১৪ জুলাই মাগরিব বাদ খুলনা মহানগর আওয়ামী লীগের কার্যালয়ে বিশেষ বর্ধিত সভায় প্রধান অতিথি হিসেবে যোগদান এবং রাত সাড়ে ১০টায় নিজ বাস ভবনে নেতা কর্মীদের সাথে মতবিনিময় করবেন।

প্রতিমন্ত্রী ১৫ জুলাই মাগরিব বাদ খুলনা পলিটেকনিক ইনস্টিটিউট অডিটরিয়ামে ১৫ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের কর্মী সভায় প্রধান অতিথি হিসেবে যোগদান এবং রাত সাড়ে ১০টায় নিজ বাস ভবনে নেতা কর্মীদের সাথে মতবিনিময় করবেন।

তিনি ১৬ জুলাই বিকাল তিনটায় খুলনার খালিশপুর শ্রম কল্যাণ কেন্দ্রের কর্মকর্তা-কর্মচারীদের সাথে মতবিনিময় এবং দপ্তর পরিদর্শন ও মাগরিব বাদ নিউজ গেট আওয়ামী লীগের কার্যালয়ে ১৩ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের কর্মী সভায় প্রধান অতিথি হিসেবে যোগদান করবেন। রাতে প্রতিমন্ত্রী ঢাকার উদ্দেশ্যে খুলনা ত্যাগ করবেন।