UsharAlo logo
সোমবার, ৭ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৩শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

৫ দফা দাবিতে অনড় ঢামেক শিক্ষার্থীরা, ২৪ ঘণ্টার আল্টিমেটাম

ঊষার আলো রিপোর্ট
জুন ২২, ২০২৫ ৬:০০ অপরাহ্ণ
Link Copied!

ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) শিক্ষার্থীরা তাদের পাঁচ দফা দাবি বাস্তবায়নের দাবিতে আন্দোলনে অনড় রয়েছেন। আন্দোলনের কারণে একাডেমিক কার্যক্রম বন্ধ ঘোষণা করে হল ছাড়ার নির্দেশ দিলেও শিক্ষার্থীরা তা প্রত্যাখ্যান করেছেন। বরং, সরকারের প্রতি ২৪ ঘণ্টার আল্টিমেটাম দিয়েছেন তারা। এ সময়ের মধ্যে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ উপদেষ্টাকে সরেজমিনে উপস্থিত হয়ে ফজলে রাব্বী হল পরিদর্শনের আহ্বান জানিয়েছেন শিক্ষার্থীরা।

রোববার (২২ জুন) ঢাকা মেডিকেল কলেজ কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা শেষে শিক্ষার্থীরা একটি সংবাদ সম্মেলনের মাধ্যমে তাদের অবস্থান পরিষ্কার করেন। সংবাদ সম্মেলনে শিক্ষার্থীদের পক্ষ থেকে লিখিত বক্তব্য উপস্থাপন করেন আব্দুল্লাহ আল নোমান ও তৌহিদুল ইসলাম তানভীর।

তারা বলেন, মেডিকেল কলেজ কর্তৃপক্ষের সঙ্গে আমাদের সামগ্রিক বিষয় নিয়ে আলোচনা হয়েছে। তবে সেখানে থেকে কোনো ইতিবাচক সমাধান বের হয়ে আসেনি। কর্তৃপক্ষ ৫ দফা দাবির অগ্রগতির বিষয়ে আমাদের কোনো নির্দিষ্ট রূপরেখা বা সময়সূচি দিতে পারেনি। ফলে আমরা চরম অনিশ্চয়তা ও হতাশায় রয়েছি।

শিক্ষার্থীরা স্পষ্ট করে জানিয়ে দেন, আন্দোলন চলাকালীন তারা হল ত্যাগ করবেন না এবং হলে অবস্থান করেই আন্দোলন চালিয়ে যাবেন।

আল্টিমেটাম দিয়ে শিক্ষার্থীরা জানান, সোমবার দুপুর ১২টার মধ্যে স্বাস্থ্য উপদেষ্টাকে একটি প্রতিনিধিদলসহ ফজলে রাব্বী হলে সরেজমিনে এসে পরিস্থিতি পর্যবেক্ষণ করতে হবে। একইসঙ্গে শিক্ষার্থীদের সঙ্গে সরাসরি আলোচনায় বসে ৫ দফা দাবির সমাধানে একটি সুস্পষ্ট ও কার্যকর রূপরেখা তুলে ধরতে হবে।

ঊষার আলো-এসএ