UsharAlo logo
সোমবার, ৭ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৩শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

গেইলের রেকর্ড স্পর্শ করলেন অভিষেক

ক্রীড়া ডেস্ক
জুন ২২, ২০২৫ ৬:১৬ অপরাহ্ণ
Link Copied!

মাত্র ১৪ বলে হাফ-সেঞ্চুরি। ৩৩ বলে মারকাটারি শতরান। মধ্যপ্রদেশ লিগে ব্যাট হাতে ঝড় তুলেন অভিষেক পাঠক।

৩৩ বলে সেঞ্চুরি করে ওয়েষ্ট ইন্ডিজের কিংবদন্তি ক্রিস গেইলের রেকর্ডে ভাগ বসান অভিষেক। ২০১৩ সালের আইপিএলে এম চিন্নাস্বামী স্টেডিয়ামে বেঙ্গালুরুর হয়ে ৩৩ বলে সেঞ্চুরি করেন গেইল। সেই ম্যাচে তিনি ৬৬ বলে খেলে ১৭৫ রানের ক্যারিয়ার সেরা ইনিংস।

২১ জুন গোয়ালিয়রের শ্রীমন্ত মাধব রাও সিন্ধিয়া ক্রিকেট স্টেডিয়ামে রাজ্যদলের হয়ে অভিষেকের অলরাউন্ডার পারফরম্যান্সে জবলপুর রয়েল লায়ন্সের বিরুদ্ধে দাপুটে জয় তুলে নেয় বুন্দেলখণ্ড বুলস।

গোয়ালিয়রে মধ্যপ্রদেশ লিগের ১৮তম লিগের ম্যাচে জবলপুর রয়েল লায়ন্সের মুখোমুখি হয় বুন্দেলখণ্ড বুলস। টস জিতে শুরুতে ব্যাট করার সিদ্ধান্ত নেয় বুন্দেলখণ্ড বুলস। অভিষেকের বিধ্বংসী শতরানের সুবাদে তারা নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেটের বিনিময়ে ২৪৬ রানের পাহাড় গড়ে।

অভিষেক পাঠক ৪৮ বলে ১৩৩ রানের বিধ্বংসী ইনিংস খেলেন। তিনি ৭টি চার ও ১৫টি ছক্কায় এই ইনিংস খেলেন। এছাড়া করণ তাহলিয়ানি ৪৫, হর্ষ গাওলি ৩৮ ও গৌতম যোশী ২৪ রান করেন। জবলপুরের হয়ে একাই ৪ উইকেট নেন পঙ্কজ প্যাটেল।

রানের পাহাড় ডিঙ্গাতে নেমে জবলপুর ১৯.১ ওভারে ২২৭ রানে অলআউট হয়। ১৯ রানে ম্যাচ জেতে বুন্দেলখণ্ড। ৩০ বলে ৭৫ রান করেন রিতিক টাডা। তিনি ৫টি চার ও ৭টি ছক্কা মারেন। ১০ বলে ১৭ রান করেন সরাংশ। তিনি ১টি চার ও ১টি ছক্কা মারেন। অভিষেক ভান্ডারী ১৫ বলে ৩৩ রানের যোগদান রাখেন। তিনি ২টি চার ও ৩টি ছক্কা মারেন। ১০ বলে ২৫ রান করেন সিদ্ধার্থ পতিদার। তিনি ৪টি চার ও ১টি ছক্কা মারেন।

বুন্দেলখণ্ডের হয়ে ৪ উইকেট নেন ওমকার নাথ সিং। ২টি করে উইকেট নেন বিবেক শর্মা ও প্রিয়াংশু শুক্লা।

ঊষার আলো-এসএ