মাদক সেবন করেন ছেলে। সেই মাদক কেনার টাকার জন্য প্রায়শ মায়ের ওপর চালান নির্যাতন। ভাঙচুর করেন ঘরের আসবাবপত্র। এমতাবস্থায় বিষয়টি প্রশাসনকে জানান ভুক্তভোগী মা। অবশেষে সেই মাদকাসক্ত ছেলেকে আটক করে প্রশাসন। ভ্রাম্যমাণ আদালত বসিয়ে তাকে জেল ও জরিমানা করা হয়।
রোববার নেত্রকোনার কমলাকান্দা উপজেলার সদর ইউনিয়নের আগবগজান গ্রামে এ ঘটনা ঘটে।
দণ্ডপ্রাপ্ত মো. সজীব মিয়া (৩০) গ্রামের মৃত আকবর মিয়া ও মাজেদা আক্তারের ছেলে। তাকে দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা জরিমানা করা হয়েছে। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন কলমাকান্দার সহকারী কমিশনার (ভূমি) মাহমুদুল হাসান।
ভ্রাম্যমাণ আদালত ও স্থানীয় সূত্রে জানা গেছে, সজীব মিয়া দীর্ঘদিন ধরে মাদকাসক্ত। প্রায়শ টাকার জন্য বাড়ির জিনিসপত্র ভাঙচুর করেন তিনি। টাকা না দিলে মায়ের ওপর অত্যাচার করেন। ছেলের এমন অত্যাচার সইতে না পেরে মা মাজেদা আক্তার ছেলের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার জন্য উপজেলা প্রশাসনকে জানান। পরে প্রশাসনের একটি দল ভুক্তভোগীর বাড়িতে গিয়ে সজীব মিয়াকে আটক করে এবং ভ্রাম্যমাণ আদালত বসিয়ে ওই ছেলেকে জেল ও জরিমানা করা হয়।
সহকারী কমিশনার মাহমুদুল হাসান বলেন, আটকের পর সজীব মাদক সেবনের কথা স্বীকার করেন। পরে সেখানে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে তাকে দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা জরিমানা করে জেলা কারাগারে পাঠানো হয়।
ঊষার আলো-এসএ