UsharAlo logo
সোমবার, ২১শে জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ৬ই শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

এনসিপির কর্মসূচি ঘিরে মানিকগঞ্জে পুলিশের বাড়তি নিরাপত্তা

ঊষার আলো রিপোর্ট
জুলাই ১৭, ২০২৫ ৫:১৩ অপরাহ্ণ
Link Copied!

মানিকগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) পথসভাকে ঘিরে জেলা শহরজুড়ে বাড়তি নিরাপত্তা নিয়েছে পুলিশ। এছাড়া পাটুরিয়াঘাটসহ মানিকগঞ্জ শহরে আসার সড়কের নিপাত্তাও জোরদার করা হয়েছে।

পুলিশ সুপার মোছা. ইয়াছমিন খাতুন বলেন, বৃহস্পতিবার সকাল থেকেই জেলা শহরে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।  সাদা পোশাকে পুলিশ সদস্যরা দায়িত্ব পালন করবেন।  পাশাপাশি সেনাবাহিনী ও র‌্যাবের সদস্যরাও টহলে থাকবেন।

এনসিপির মানিকগঞ্জ জেলার প্রধান সমন্বয়কারী জাহিদুর রহমান তালুকদার বলেন, শহরের প্রবেশদ্বার শহীদ রফিক চত্বরে পথসভাটি বিকালে হওয়ার কথা ছিল। তবে গোপালগঞ্জে উদ্ভুত পরিস্থিতির কারণে সময় কিছুটা পেছানো হয়েছে।  সন্ধ্যার দিকে সভাটি অনুষ্ঠিত হবে।

দুপুর ১২টার দিকে শহীদ রফিক চত্বরে গিয়ে দেখা যায়, এনসিপির নেতাকর্মীরা মঞ্চ তৈরির কাজ তদারকি করছেন। বৃষ্টির মধ্যেও মঞ্চ তৈরিসহ সাউন্ড-সিস্টেমের কাজ করছে ডেকোরেটরের লোকজন।

ঊষার আলো-এসএ