নারায়ণগঞ্জের ফতুল্লায় পৃথক দুটি সড়কে হরতাল সমর্থনে টায়ারে আগুন দিয়ে মিছিল করেছে যুবলীগ ও নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মীরা। শনিবার (১৯ জুলাই) মধ্যরাতে ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডের ভুইগড় ও ঢাকা-মুন্সিগঞ্জ সড়কের কাশিপুর এলাকায় এ মিছিল করা হয়। এ সময় অভিযান চালিয়ে রুমিন ও আনোয়ার নামে দুজনকে আটক করেছে পুলিশ।
প্রত্যক্ষদর্শীরা জানান, ভুইগড় বাজারের কাছ থেকে ১৫ থেকে ১৬ জন যুবলীগের নেতাকর্মী রাত সাড়ে ১২টার সময় মশাল মিছিল নিয়ে সাইনবোর্ডের দিকে যায়। একই স্থান থেকে দ্বিতীয় দফায় রাত ২টার সময় একই সংখ্যক যুবলীগের নেতাকর্মী আরেকটি মশাল মিছিল বের করে। এ সময় পুলিশের গাড়ি দেখে মিছিলটি ছত্রভঙ্গ হয়ে যায়।
অপরদিকে, রাত ১২টার দিকে কাশিপুর এলাকায় ১০ থেকে ১২ জন ছাত্রলীগের নেতাকর্মী সড়কে টায়ারে আগুন ধরিয়ে সরকারবিরোধী স্লোগান দিয়ে বিক্ষোভ মিছিল করেন। তবে মিছিলকারীরা কোনো যানবাহনে বা প্রতিষ্ঠানে অগ্নিসংযোগ করেনি।
ফতুল্লার বিক্ষোভ মিছিলের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে আপলোড দিয়ে সাবেক এমপি শামীম ওসমানের ছেলে অয়ন ওসমান হরতাল সফল করার আহ্বান জানান।
ফতুল্লা মডেল থানার ওসি শরিফুল ইসলাম বলেন, অভিযান চালিয়ে আওয়ামী লীগ ও ছাত্রলীগের দুজনকে আটক করা হয়েছে। যারা মিছিল করেছে তাদের আটকে অভিযান চলছে।
ঊষার আলো-এসএ