UsharAlo logo
মঙ্গলবার, ৮ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৪শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

১০ শতাংশ লভ্যাংশ ঘোষণা করেছে ইউসিবি ব্যাংক

ঊষার আলো
জুন ১০, ২০২১ ৬:৫৮ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো ডেস্ক : পুঁজিবাজারে তালিকাভুক্ত ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের (ইউসিবি) পরিচালনা পর্ষদ ৩১ ডিসেম্বর ২০২০ সমাপ্ত অর্থবছরের জন্য মোট ১০ শতাংশ লভ্যাংশ ঘোষণা করেছে। তার মধ্যে ৫ শতাংশ নগদ ও ৫ শতাংশ বোনাস লভ্যাংশ আছে।

জানা যায়, সমাপ্ত অর্থবছরের কোম্পানিটির সমন্বিতভাবে শেয়ারপ্রতি মুনাফা হয়েছে (ইপিএস) মোট দুই দশমিক ৪২ টাকা। ২০২০ সালের ৩১ ডিসেম্বর কোম্পানিটির শেয়ারপ্রতি সম্পদ (এনএভিপিএস) দাঁড়ায় ২৯ দশমিক ৩৫ টাকাতে।

কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) ৫ আগস্ট ডিজিটাল প্লাটফর্মে অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে আগামী ৩০ জুন।

(ঊষার আলো-এফএসপি)