UsharAlo logo
মঙ্গলবার, ৮ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৪শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

প্রস্তুতি ম্যাচে মাঠে নামছে বাংলাদেশ দল

ঊষার আলো
জুলাই ৩, ২০২১ ৫:০৯ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো ডেস্ক : বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল জিম্বাবুয়েতে দুই দিনের অনুশীলন শেষে পূর্বনির্ধারিত দুই দিনের প্রস্তুতি ম্যাচ খেলতে আজ মাঠে নামছে। টাকাশিঙ্কা স্পোর্টস ক্লাব মাঠে বাংলাদেশ সময় দুপুর দেড়টা দিকে মাঠে নামবে টাইগাররা। আজ মাঠে গিয়ে নিজের ঝালিয়ে নেবেন মুমিনুল হকরা।

তবে চোটে ভোগা তামিম ইকবাল ও মুশফিকুর রহিম প্রস্তুতি ম্যাচে খেলবেন কিনা নিশ্চিত করে বলতে পারেননি কেউ। কিন্তু এই ম্যাচ সামনে রেখে গতকাল পুরোদমে নেটে ব্যাটিং করেন দুজন।

আগামী ৭ জুলাই দু’দলের একমাত্র টেস্ট ম্যাচটি শুরু হবে। ২০১৩ সালের পরে জাতীয় দল আবার গিয়েছে জিম্বাবুয়েতে। শেষ সফরে টেস্ট সিরিজ ১-১ ব্যবধানে ড্র হয়। তবে এবার বাংলাদেশ জয়ের দেখা পায় কিনা সেটাই দেখার বিষয়।

(ঊষার আলো-এফএসপি)