UsharAlo logo
মঙ্গলবার, ৮ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৪শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

টাকা আত্মসাতের অভিযোগে সাধারণ বীমার সাবেক ব্যবস্থাপক গ্রেফতার

ঊষার আলো
জুলাই ১৯, ২০২১ ৫:২০ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো ডেস্ক : প্রায় ২৭ কোটি টাকা আত্মসাতের অভিযোগে সাধারণ বীমা করপোরেশনের সাবেক ব্যবস্থাপক এবং বর্তমানে অডিট অ্যান্ড কমপ্লায়েন্স বিভাগে কর্মরত মো. আবুল কাসেমকে গ্রেফতার করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

আজ সোমবার (১৯ জুলাই) দুদক সূত্রে এ তথ্য জানা গেছে।

দুদকের উপসহকারী মোহাম্মদ সিরাজুল হকের নেতৃত্বে একটি টিম সোমবার বেলা সাড়ে ১১টার দিকে মতিঝিল এলাকা হতে তাকে গ্রেফতার করে।

দুদক সূত্রে জানা যায়, সাধারণ বীমা করপোরেশনের (নিউ মার্কেট শাখা) ব্যবস্থাপক থাকা অবস্থায় ক্ষমতার অপব্যবহার করে জালিয়াতির মাধ্যমে মোট ২৬ কোটি ১৪ লাখ ৯৮ হাজার ২০৩ টাকা আত্মসাত করায় ২০২০ সালের ৯ নভেম্বর তার বিরুদ্ধে মামলা করে দুদক। বর্তমানে মামলাটির এখন তদন্ত চলছে।

(ঊষার আলো-এফএসপি)