UsharAlo logo
মঙ্গলবার, ৮ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৪শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

বলিউডে অভিষেক হতে যাচ্ছে সঞ্জয়কন্যা শানায়ার 

ঊষার আলো
মার্চ ২২, ২০২১ ৪:৫১ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো ডেস্ক : অভিনেতা সঞ্জয় কাপুরের মেয়ে শানায়া কাপুরের বলিউডে অভিষেক নিয়ে অনেক দিন ধরেই জল্পনা-কল্পনা চলছিল। তা অবশেষে সত্যি হতে চলেছে।

নির্মাতা-প্রযোজক করণ জোহরের প্রযোজনা প্রতিষ্ঠানের হাত ধরে বলিউডের যাত্রা শুরু হচ্ছে যাচ্ছে শানায়ার।

বলিউড হাঙ্গামা জানায়, ধর্ম কর্নারস্টোন এজেন্সি তাদের নতুন এক প্রতিভার নাম ঘোষণা করেছে। আর সেই প্রতিভা হলেন বলিউডের অভিনেতা সঞ্জয় কাপুর এবং মাহিপ কাপুরের মেয়ে শানায়া কাপুর।

কিড স্টার শানায়া কাপুর কিছুদিন আগেই তার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটি পাবলিক করেছেন। এরই মধ্যে তার ফলোয়ার প্রায় সাড়ে ৪ লাখ।

সিনেমায় অভিষেকের সুখবর তার ইনস্টাগ্রাম হ্যান্ডেলেও জানান শানায়া। তিনি লিখেছেন, তার প্রথম সিনেমার কাজ শুরু করার জন্য উদগ্রীব হয়ে আছেন। সিনেমাটির শুট শুরু হবে জুলাই মাসে।

জাহ্নবী কাপুরের ‘গুঞ্জন সাক্সেনা—দ্য কার্গিল গার্ল’ সিনেমায় সহকারী পরিচালক হিসেবে কাজ করেছিলেন শানায়া কাপুর। তার আগে মাহিপ কাপুরের নেটফ্লিক্স সিরিজ ‘ফেবুলাস লাইভস অব বলিউড ওয়াইভস’-এ ও দেখা গিয়েছিল তাকে।

(ঊষার আলো-এফএসপি)