UsharAlo logo
মঙ্গলবার, ৮ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৪শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

তালেবান নিয়ে মন্তব্য করে বিপাকে আফ্রিদি

ঊষার আলো
আগস্ট ৩১, ২০২১ ৪:৪৬ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো ডেস্ক : তালেবানরা ক্ষমতা দখলের পর থেকেই আফগানিস্তানে নারীরা আতঙ্কিত। ২১ বছর আগের সেই দুঃসহ সময় ফিরে আসার আশঙ্কায় রয়েছে দেশবাসী। আফগানরা দেশ ছাড়তে মরিয়া হয়ে পথ খুঁজছে। এমন পরিস্থিতিতে পাকিস্তান ক্রিকেটের সাবেক অধিনায়ক শহীদ আফ্রিদি তালেবানকে নিয়ে এমন বক্তব্য দিলেন যে, যা সমালোচনার ঝড় তুলেছে।

আফ্রিদি বলেন, তালেবানরা এবার খুব ইতিবাচক মানসিকতা নিয়ে এসেছে। এক পাকিস্তানি সাংবাদিকের শেয়ার করা ভিডিওতে আফ্রিদিকে বলতে শোনা যায়, ‘তালেবানরা খুবই ইতিবাচক মানসিকতা নিয়ে এসেছে। নারীদের তারা কাজ করতে দিচ্ছে। আমি বিশ্বাস করি তারাও ক্রিকেট অনেক ভালোবাসে।’

আফ্রিদি আরও বলেন, ‘নারীদের চাকরি দিচ্ছে তালেবান। তারা ক্রিকেট সমর্থন করছে ও পাকিস্তানের বিপক্ষে ক্রিকেট সিরিজও অব্যাহত রেখেছে। তালেবানরা ক্রিকেট নিয়ে বেশ ইতিবাচক।’

আফ্রিদির এই মন্তব্যতে সমালোচনার ঝড় তুলেছে। কেউ কেউ তাকে বলেছেন ‘তালেবানদের পরবর্তী প্রধানমন্ত্রী’। কেউ আরও লিখেছেন, বিখ্যাত ক্রিকেটার শহীদ আফ্রিদি ইসলামিক এমিরেটসের প্রতি সমর্থন ঘোষণা করেছেন।

অন্যদিকে কদিন আগেই কাবুল বিমানবন্দরে আত্মঘাতী হামলায় ১৩ মার্কিন সেনাসহ ১৭০ জন মারা গেছেন।

(ঊষার আলো-এফএসপি)