UsharAlo logo
মঙ্গলবার, ৮ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৪শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

নেপোলিয়নের আরও এক টুপির সন্ধান, মিললো ডিএনএর অস্তিত্ব

ঊষার আলো
সেপ্টেম্বর ৯, ২০২১ ৬:২৫ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো ডেস্ক : প্রথমবারের মতো কোনো সম্রাটের টুপিতে তার ডিএনএর অস্তিত্ব পাওয়া গেছে। ওই ডিএনএ’র অস্তিত্ব প্রমাণ করে সম্প্রতি হংকংয়ের বোনহামস নামের একটি নিলাম প্রতিষ্ঠানে সম্রাট নেপোলিয়নের আরও একটি টুপির সন্ধান পাওয়া গেছে। টুপিটি আগামী ২৭ অক্টোবর নিলামে তোলা হবে।

বোনহামস জানিয়েছে, টুপিতে পাওয়া কয়েকটি চুল থেকে ডিএনএ পরীক্ষার মাধ্যমে নিশ্চিত হওয়া যায় যে, টুপিটি নেপোলিয়নেরই। টুপিটি গতকাল সোমবার হতে প্রদর্শনের জন্য পর্যায়ক্রমে প্যারিস ও লন্ডনে নেওয়া হবে।

টুপিটির বর্তমান মালিক কেনার সময় জানতেনই না, এটি নেপোলিয়নের। জার্মানির একটি ছোট নিলাম প্রতিষ্ঠানের কাছ থেকে তিনি এটি কিনেছিলেন।

বোনহামস ইউরোপের ম্যানেজিং ডিরেক্টর সিমন কোটলে জানান, ‘আমাদের জন্য এটি একদমই একটি অপ্রত্যাশিত মুহূর্ত ছিল।’ টুপিটির দাম ধরা হচ্ছে ১ লাখ ৩৮ হাজার ৫৫০ ডলার।

উল্লেখ্য, কয়েকটি অঙ্কিত চিত্রে নেপোলিয়নের মাথায় এই টুপিটি দেখা যায়।

(ঊষার আলো-এফএসপি)