UsharAlo logo
মঙ্গলবার, ৮ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৪শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

ডিভোর্স পেয়ে খুশিতে আত্মহারা নারীর পার্টি

ঊষার আলো
সেপ্টেম্বর ২৩, ২০২১ ৩:৩৯ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো ডেস্ক : ১৭ বছর পর বিবাহিত জীবনের ইতি টেনে খুশিতে ডিভোর্স পার্টি দিয়েছে এক নারী।

যুক্তরাষ্ট্রের বাসিন্দা সোনিয়া গুপ্ত(৪৫) নামে ওই নারী নিজের বিবাহিত জীবনের আনুষ্ঠানিক সমাপ্তি উপলক্ষে ডিভোর্স পার্টিতে আমন্ত্রণ করেন পরিবারের সদস্য ও বন্ধুদের।

এক ছবিতে ২ সন্তানের জননী সোনিয়াকে ঝলমলে রঙিন পোশাকের ওপর ‘ফাইনালি ডিভোর্স’ লেখা সাটিন স্যাশ পরতে দেখা গেছে। পার্টিতে অতিথিদের ঝলমলে এবং উজ্জ্বল পোশাক পরে আসতে বলেন তিনি। নিজের ব্যক্তিত্বের আঙ্গিকেই সোনিয়া পার্টির থিম ঠিক করেছিলেন।

বিগত ২০০৩ সালে ভারতে সোনিয়ার বিয়ে হয়। বিয়ের পরই সোনিয়া অনুধাবন করেন যে, তার বিবাহিত জীবন একেবারেই সুখের নয়। তারপরও বহু বছর ধরে বিয়ে টিকিয়ে রাখার চেষ্টা করেন সোনিয়া।

সোনিয়া জানান, আমি যখন ডিভোর্সের সিদ্ধান্তের বিষয়ে আমার পরিবারকে জানায় তখন আমার সিদ্ধান্তটি মেনে নেয়নি। তবে, আমার ২ ছেলে ও বন্ধুরা আমাকে সবসময় সমর্থন জানিয়েছে।

 

(ঊষার আলো-আরএম)