UsharAlo logo
মঙ্গলবার, ৮ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৪শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

মানি চেঞ্জার অফিসেও জালনোট শনাক্ত মেশিন বসাতে হবে

ঊষার আলো
সেপ্টেম্বর ২৮, ২০২১ ২:৫৮ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো ডেস্ক : দেশে কার্যরত বৈদেশিক মুদ্রা বিনিময় প্রতিষ্ঠান মানি চেঞ্জার প্রতিষ্ঠানগুলোতেও আসল নোটের নিরাপত্তা বৈশিষ্ট্য সম্বলিত পোস্টার প্রদর্শন এবং জাল নোট শনাক্তকারী মেশিনের ব্যবহার নিশ্চিত করার নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক।

আজ সোমবার (২৭ সেপ্টেম্বর) এবিষয়ে একটি সার্কুলার জারি করে সকল মানি চেঞ্জার প্রতিষ্ঠানগুলোতে পাঠিয়েছে বাংলাদেশ ব্যাংক।

এতে বলা হয়, মানি চেঞ্জার অফিসে আসল নোট চেনার উপায় সম্বলিত পোস্টার বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট হতে ডাউনলোড করে (১০০, ২০০, ৫০০, ১০০০ টাকার নোট) ১৮ ইঞ্চি ১৪ দশমিক ৫ ইঞ্চি সাইজে প্রয়োজনীয় সংখ্যক প্যানাফ্লেক্স প্রিন্ট করে গ্রাহকদের দৃষ্টিগোচরযোগ্য স্থানে প্রদর্শনের জন্য পরামর্শ দেওয়া হলো। এছাড়াও আপনাদের প্রতিষ্ঠানে জাল নোট শনাক্তকারী মেশিনের ব্যবহার নিশ্চিত করার জন্যও পরামর্শ দেওয়া হলো।

(ঊষার আলো-এফএসপি)