UsharAlo logo
মঙ্গলবার, ৮ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৪শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

খুলনায় অনলাইনে সাংবাদিকদের প্রশিক্ষণ পরিচিতি সভা

ঊষার আলো
মার্চ ৩১, ২০২১ ৬:১১ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো রিপোর্ট : জাতীয় শুদ্ধাচার কৌশলের অঙ্গিকার পূরণের লক্ষ্যে অনলাইনে সাংবাদিকদের প্রশিক্ষণ পরিচিতি সভা বুধবার (৩১ মার্চ) দুপুর ১২টায় সুশাসনের জন্য নাগরিক সুজনের শেরে বাংলারোড আমতলা মোড়স্থ অফিসে অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন হাঙ্গার প্রজেক্টের আঞ্চলিক সমন্বয়কারী মাসুদুর রহমান রঞ্জু, অংশ নেন প্রজেক্টের কর্মকর্তা সত্যজিৎ দে নাথ, বাংলা ট্রিবিউনের খুলনার প্রতিনিধি হেদায়েৎ হোসেন মোল্লা, কালের কন্ঠের খুলনার স্টাফ রিপোর্টার কৌশিক দে বাপ্পী, দৈনিক কালবেলার খুলনা প্রতিনিধি রিতারাণী, দৈনিক প্রবাহের স্টাফ রিপোর্টার খলিলুর রহমান সুমন ও সময়ের খবরের স্টাফ রিপোর্টার আশরাফুল ইসলাম নুর। সুজন ও এশিয়া ফাউন্ডেশন যৌথভাবে এ সভার আয়োজন করে। সভায় তথ্য অধিকার আইন বাস্তবায়নে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহবান জানানো হয়। এ প্রশিক্ষণে প্রতি জেলা থেকে চারজন করে ৬১ জেলার গণমাধ্যম কর্মীরা অংশ গ্রহন করবেন। এছাড়া গণমাধ্যম কর্মীদের সাথে সমন্বয় করার জন্য প্রতি জেলা থেকে একজন করে মোট ৬১জন সমন্বয়কারী থাকবেন।

(ঊষার আলো-এমএনএস)