UsharAlo logo
সোমবার, ৭ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৩শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

শীতলক্ষ্যায় লঞ্চডুবিতে লাশ উদ্ধার-২৬

ঊষার আলো
এপ্রিল ৫, ২০২১ ৬:৪৩ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো রিপোর্ট: নারায়ণগঞ্জের শীতলক্ষ্যা নদীতে লঞ্চডুবিতে মোট ২৬ জনের লাশ উদ্ধার করা হয়েছে।আজ সোমবার দুপুর সোয়া ১টার দিকে ঘটনাস্থল থেকে সংবাদ সম্মেলনে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ) এ তথ‌্য জানায়।

সংবাদ সম্মেলনে জানানো হয়েছে, সাবিত আল হাসান নামের লঞ্চটি ডুবে যাওয়ার পর রোববার পাঁচ জনের লাশ উদ্ধার করা হয়। পরে আজ দুপুর পর্যন্ত ডুবে যাওয়া লঞ্চটি তীরে তোলা হয়। এরপর আরও ২১ জনের লাশ উদ্ধার করা হয়। রোববার সন্ধ্যা ৬টায় সদর উপজেলার কয়লাঘাট এলাকায় সাবিত আল হাসান নামের লঞ্চটি ১টি কার্গো জাহাজের ধাক্কায় ডুবে যায়। সোমবার দুপুর ১২টা ২০ মিনিটে লঞ্চটি তীরে তোলা হয়।

(ঊষার আলো-আরএম)