UsharAlo logo
রবিবার, ৬ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ২২শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

খুকৃবি ছাত্রলীগের শীতবস্ত্র ও শিক্ষা উপকরণ বিতরণ

koushikkln
জানুয়ারি ৪, ২০২২ ৯:৪৬ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো ডেস্ক : জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর নিজ হাতে গড়া ছাত্রসংগঠন বাংলাদেশ ছাত্রলীগ। ৪ জানুয়ারি ২০২২ মঙ্গলবার বাঙালী ছাত্রসমাজের প্রাণপ্রিয় এই সংগঠনের ৭৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে খুলনা কৃষি বিশ^বিদ্যালয় ছাত্রলীগের পক্ষ থেকে দিনব্যাপী বিভিন্ন কর্মসূচি পালন করা হয়।

কর্মসূচিগুলোর মধ্যে ছিল সকালে খুলনা কৃষি বিশ^বিদ্যালয়ের অস্থায়ী ক্যাম্পাসে জাতীয় পতাকা ও ছাত্রলীগের দলীয় পতাকা উত্তোলন করা হয়। পরে বিশ^বিদ্যালয়ে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে মাল্যদান ও পুষ্পস্তবক অর্পণ, প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটা, ক্ষুদে শিক্ষার্থীদের মধ্যে শিক্ষা উপকরণ বিতরণ এবং অসহায় ও দুস্থদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়।

বাংলাদেশ ছাত্রলীগের ৭৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে খুলনা কৃষি বিশ^বিদ্যালয় ছাত্রলীগের পক্ষ থেকে দিনব্যাপী বিভিন্ন কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা কৃষি বিশ^বিদ্যালয়ের মাননীয় ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ শহীদুর রহমান খান। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার, শিক্ষকমন্ডলী, বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের নেতাকর্মী, বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।