UsharAlo logo
মঙ্গলবার, ৮ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৪শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

মোংলায় হরিনের চামড়াসহ আটক ১ 

koushikkln
জানুয়ারি ২৬, ২০২২ ৫:১৫ অপরাহ্ণ
Link Copied!

মোংলা প্রতিনিধি : মোংলা উপজেলার দিগরাজ বাজার থেকে হরিনের ৫টি চামড়াসহ আলআমিন (২৫) নামে ১জনকে আটক করেছে র্যার ৬। এতথ্য নিশ্চিত করেছেন র্যার ৬ এর কর্মকর্তা মোঃমাহফুজুল ইসলাম।
মঙ্গলবার রাত সাড়ে ১০ টার দিকে হরিণের চামড়াসহ র্যাব-০৬ খুলনার সদস্যরা তাকে আটক  করে। সুন্দরবনের বন্যপ্রাণী পাচারকারী চক্রের সদস্য আল আমিনের বাড়ী খুলনার দাকোপ উপজেলার বানীশান্তা গ্রামে।
র্যার -৬ এর কর্মকর্তা পুলিশ সুপার মো. মাহফুজুল ইসলাম বলেন, সুন্দরবন থেকে হরিণ শিকার করে চামড়া সংগ্রহ করে তা চোরাই বাজারে বিক্রির জন্য নিয়ে এলে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। আটক বন্যপ্রানী পাচারকারী চক্রের সদস্য আল আমিনকে প্রাথমিক জিজ্ঞেসাবাদ শেষে মামলা দিয়ে হরিণের পাঁচটি চামড়াসহ মোংলা থানায় হস্তান্তর করা হবে বলেও জানায় র্যাবের এই কর্মকর্তা।