UsharAlo logo
মঙ্গলবার, ৮ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৪শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

শোভাযাত্রা সফলের লক্ষ্যে শেখ সোহেলের সঙ্গে উন্নয়ন কমিটির মতবিনিময়

koushikkln
জুন ১০, ২০২২ ১০:৩৪ অপরাহ্ণ
Link Copied!

ঊষারআলো রিপোর্ট: আগামী ২৫ জুন পদ্মাসেতু আনুষ্ঠানিক উদ্বোধনের মহেন্দ্রক্ষণকে সামনে রেখে উন্নয়ন কমিটির পক্ষ থেকে ২২ জুন শহীদ হাদিস পার্কে থেকে সকাল ১০টায় নগরীতে মটরসাইকেল ও যানবাহন শোভাযাত্রা অনুষ্ঠিত হবে। এই শোভাযাত্রায় খুলনা অঞ্চলের সকল শ্রেণিপেশার মানুষকে অংশগ্রহণের লক্ষ্যে বিসিবি’র পরিচালক শেখ সোহেলের সঙ্গে খুলনা উন্নয়ন কমিটির নেতৃবৃন্দের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

শুক্রবার (১০ জুন) সকালে সভায় উপস্থিত ছিলেন বৃহত্তর খুলনা উন্নয়ন সংগ্রাম সমন্বয় কমিটির সভাপতি শেখ আশরাফ-উজ-জামান, মহাসচিব কাউন্সিলর শেখ মোহাম্মাদ আলী, সাবেক সভাপতি আলহাজ্ব শেখ মোশাররফ হোসেন, সহ-সভাপতি মোঃ নিজাম-উর রহমান লালু, শাহীন জামাল পন, অধ্যাপক মোঃ আবুল বাসার, যুগ্ম মহাসচিব মোঃ মনিরুজ্জামান রহিম, এড. শেখ হাফিজুর রহমান হাফিজ, প্যানেল মেয়র আলী আকবর টিপু, চৌধুরী মোঃ রায়হান ফরিদ, মামনুরা জাকির খুকুমনি, মিজানুর রহমান জিয়া, মোঃ খলিলুর রহমান, এস এম ইকবাল হোসেন বিপ্লব, শেখ আবিদ উল্লাহ, শেখ আবু হানিফ, শফিকুর রহমান পলাশ, সোঃ হায়দার আলী, মোঃ হাফিজুর রহমান হান্নান, প্রমিতি দফাদার প্রমুখ। আগামী ২২ জুন শোভাযাত্র সফলের লক্ষ্যে সকলকে স্ব-স্ব যানবাহনসহ যথাসময়ে উপস্থিত হওয়ার জন্য উন্নয়ন কমিটির পক্ষে আহবান জানান হয়।