UsharAlo logo
মঙ্গলবার, ৮ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৪শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

বাগেরহাটে কমিউনিটি ক্লিনিকে গ্রীল কেটে চুরি

pial
জানুয়ারি ২, ২০২৩ ৫:০০ অপরাহ্ণ
Link Copied!

আরিফুর রহমান, বাগেরহাট : বাগেরহাট সদর উপজেলার গোটাপাড়া ইউনিয়নের মুক্ষাইট কমিউনিটি ক্লিনিকে চুরি সংঘঠিত হয়েছে। রবিবার দিনগত গভীর রাতে অজ্ঞাত চোরেরা ক্লিনিকের গ্রীল কেটে ক্লিনিকের সৌর বিদ্যুতের ব্যাটারী ও নগদ সাড়ে ৩ হাজার টাকা চুরি করে নিয়ে যায়।

স্থানীয়রা জানায়, সোমবার সকালে আমরা ক্লিনিকে গিয়ে দেখতে পাই গেটের গ্্রীল ভাঙ্গা এবং ভিতরে ড্রয়ার ভাঙ্গাসহ আলমীরা তছনছ করা। ক্লিনিকের সিএইচসিপি মোঃ মিজানুর রহমান জানান, অজ্ঞাত চোরেরা রবিবার রাতের যেকোন সময়ে ক্লিনিকের গ্রীল কেটে ভিতরে প্রবেশ করে সৌর বিদ্যুতের মুল্যবান ব্যাটারী ও ড্রয়ারে থাকা ক্লিনিকের সাড়ে ৩ হাজার টাকা চুরি করে নিয়ে যায়। এ ছাড়া আলমীরা খুলে তছনছ করে। কমিউনিটি ক্লিনিকে চুরির ঘটনা সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানানো হয়েছে।

উল্লেখ্য এ ঘটনার কয়েকদিন আগে গোটাপাড়া ইউনিয়ন পরিষধ কার্য্যলয় চুরি হয়েছে।

(ঊষার আলো-এফএসপি)